শুধু স্বপ্ন দেখলে চলবে? না একদমই চলে না। তাই তো তিনি আল আমিন হোসেন রুমির হাত ধরে মিউজিক ভিডিওতে প্রথম কাজ করেন। সিডি চয়েজের ব্যানারে “চাইনিজ প্রেম” শিরোনামে একটি মিউজিক ভিডিও ইতিমধ্যে মুক্তি পেয়েছে। সুস্মিতার সাথে মডেল হয়েছেন আল-আমিন হোসাইন রুমি।গানটির কথা ও সুর করেছেন ছোট বাঁধন। গানটিতে কন্ঠ দিয়েছেন আকাশ কুমার এবং কম্পোজ করেছেন এ এন ফরহাদ। অন্যদিকে এই গানের মিউজিক ভিডিও পরিচালনা ও সম্পাদনা করেছেন এইচ আর হানিফ। চিত্রগ্রহণে ছিলেন সাঈদ মুস্তাকিম অনিক।এর আগে “অমর প্রেম” শিরোনামে একটি শর্ট ফিল্ম নিয়ে কাজ করেছেন তিনি। খুব দ্রুত এটা মুক্তি পাবে। তবে নতুন আরেকটি মিউজিক ভিডিও এবং একটি ওয়েব সিরিজের কাজ খুব দ্রুত শুরু হবে দেশের পরিস্থিতি ঠিক হওয়ার পরে।সুস্মিতা ভালো স্ক্রিপ্ট পেলে সিনেমায়ও কাজ করতে চান। তবে ছোট পর্দায় নিয়মিত হতে চান এই অভিনেত্রী। মেহজাবিন চৌধুরী বা তানজিন তিশার মতো অভিনেত্রীদের সারিতে নাম লেখাতে দৃঢ় ইচ্ছা তার। তবে কাজ যাই হোক না কেন সুন্দর এবং পরিচ্ছন্ন কাজ উপহার দিতে চান তিনি।করোনাভাইরাস নিয়ে তিনি বলেন, হোম কোয়ারেন্টাইন পালন করুন। নিজে সুস্থ থাকুন, অন্যকে সুস্থ থাকতে সহযোগিতা করুন।উল্লেখ্য যে, সুস্মিতা প্রাইমারী স্কুলের গন্ডি পার করেন চট্টগ্রামে। তারপর চলে আসেন কুমিল্লা ব্রাহ্মণপাড়াতে। কুমিল্লাতেই তার হাই স্কুল এবং কলেজ লাইফের পড়াশোনা শেষ করেন। বর্তমানে তিনি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে তিনি মাস্টার্স পড়াশোনা করছেন।এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108