তার বাপের চেয়েও বেশি বয়সের বৃদ্ধদের; কান ধরে উঠবস করালেন

0
465

প্রতিবেদকঃ আছিফ রহমান শাহীন

অনিয়ম ও অপরাধ বিভাগ

ছবিতে একজন বৃদ্ধ মানুষ কান ধরে আছেন।আরেকটা ছবিতে দুইজন বৃদ্ধ লোক কান ধরে আছেন। যিনি ছবি তুলছেন তিনি উপজেলার এসিল্যান্ড সাইমা হাসান। জনসম্মুখে কান ধরে উঠবস করালেন দুই বয়স্কদের। সেই দৃশ্য তিনি নিজেই আবার ধারণ করছেন।

ঘটনাটি ঘটেছে যশোরের মণিরামপুরের চিনেটোলা বাজারে। ফেইসবুকে এই নিয়ে সমালোচনার মুখে পড়ছে লক ডাউন কর্মসূচী। অনেকে লিখেন “আমার প্রশ্ন–এ চরিত্রের মানুষ কিভাবে বিসিএস ক্যাডার হয়ে প্রজাতন্ত্রের দায়িত্ব পালন করেন?” সর্বশেষ, ধিক্কার জানালাম। তার বিচার বিভাগীয় শাস্তি দাবী করছি।”

দেশে এখন করোনা ভাইরাস থেকে মুক্ত রাখতে মাঠে নেমেছেন সেনা বাহিনী ও পুলিশসহ আনসার সদস্যরা।

অন্য একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন “দেশকে মহা বিপর্যয় থেকে রক্ষা করতেই আপনারা দিন রাত পরিশ্রম করছেন। তাই বলে ঘরে পাঠানোর নামে দিনমজুর খেটে খাওয়া শ্রমিকদেরকে এভাবে অপমান করবেন! অপদস্থ করবেন? আইনের মধ্য থেকেই যা কিছু করার করেন, দয়া করে বাড়াবাড়ি করবেন না।”

এভাবেই হাজারো লাইক কমেন্ট আর শেয়ারিং হচ্ছে লক ডাউন পরিস্থিতিতে এসি ল্যান্ড অফিসার এর কান ধরে উঠবস করানোর দৃশ্য ও খবর।

সবাই তার সমালোচনা করে তাকে বরখাস্থ করাসহ কঠোর শাস্তি দাবি করছেন। এবং কেউ কেউ অনুরোধ করছেন। দয়া করে আইনের অপব্যবহার করবেন না। কাউকে লাঠিপেটা করার এগে জিজ্ঞেস করুন তার ঘরে চাউল আছে কিনা? ইত্যাদি অনেক মন্তব্য ক্যাপশন দিয়ে এই ঘটনা ভাইরাল করছেন এবং ধিক্কার জানাচ্ছেন।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108