প্রতিবেদকঃ রোদেলা হক ভূঁইয়া
বিনোদন বিভাগ
আজ ২৮ মার্চ। উঠতি মডেল ও অভিনেত্রী মান্নাতের জন্মদিন আজ। পুরো নাম এঞ্জেলিনা জ্যাস মান্নাত সৃষ্টি। তিনি একাধারে একজন অভিনেত্রী, মডেল, কন্ঠশিল্পী ও উপস্থাপিকা। কোলকাতায় একটি গানেও কণ্ঠ দিয়েছেন তিনি।
প্রতিবছর আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবের উপস্থিতিতে বিশেষভাবে দিনটি উদযাপন করলেও এ বছর খানিকটা ব্যতিক্রম ভাবেই দিনটি উদযাপন করতে চান মান্নাত। সারাবিশ্ব যেখানে মহামারী কোভিড-১৯ দ্বারা শঙ্কায় রয়েছে, এমন পরিস্থিতিতে নিজের জন্মদিনের বাড়তি আনন্দ নিয়ে ভাবতে নারাজ তিনি।
তবে অসংখ্য ভক্তের ভালবাসায় তিনি সিক্ত। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভক্তদের করা অসংখ্য জন্মদিনের শুভেচ্ছায় আনন্দিত তিনি।
মান্নাত বলেন, “আমার এবারের জন্মদিনে সৃষ্টিকর্তার কাছে আমার একটাই চাওয়া। আর সেটি হল কোভিড-১৯ এই মহামারীর কবল থেকে যেন আমরা দ্রুত মুক্তি লাভ করি। গোটা বিশ্বের মানুষ যেন খুব শিগগিরই সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে আমি সেই প্রার্থনাই করি সৃষ্টিকর্তার কাছে।” তিনি আরো বলেন, “আমি মন থেকে এটাই চাই যেন করোনার প্রকোপ এদেশে মারাত্মক না হয়। আল্লাহ সবাইকে হেফাজত করুন।”
মান্নাত তার ভক্তদের অনুরোধ করে বলেন, “সবাই ঘরে থাকুন। নিজের এবং আপনজনদের নিরাপত্তা নিশ্চিত করুন। সরকারের নির্দেশনা না আসা পর্যন্ত কষ্ট হলেও ঘরে অবস্থান করুন।” দেশ ও দেশের মানুষের জন্য দোয়া ও প্রার্থনা করে কাটাবো এবারের জন্মদিন।
ভক্তদের উদ্দেশ্যে মান্নাত আরো বলেন, “জন্মদিনে আমি সকলের কাছে দোয়া প্রার্থী। সবাই আমার জন্য দোয়া করবেন। জীবনে বেঁচে থাকলে অনেক বড় হতে চাই। অনেক ভালো ভালো কাজ উপহার দিতে চাই আপনাদের। আর যারা আমার জন্মদিনে উইশ করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন, ভালোবাসবেন। আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা।”
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108