যশোরে লোকচক্ষুর আড়ালে অবৈধ কেমিক্যাল ব্যবসা

0
435

প্রতিবেদকঃ শামীমা আফরোজ

অনিয়ম ও অপরাধ বিভাগ

যশোর শহরের প্রাণকেন্দ্রে বেজপাড়া মেইন রোডে মানুষের চোখের আড়ালে অবৈধ কেমিক্যাল ব্যবসা চলছে। এলাকায় সবসময়ই কড়া পাহারা চলে তবু প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ব্যবসায়ীরা খুব সহজেই তাদের ব্যবসা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন।

এ কেমিক্যাল অন্য কোন কেমিক্যাল নয়। আগেও রাজধানী শহর ঢাকাতে বিভিন্ন প্রতিষ্ঠান ও বিল্ডিং পুড়ে মানুষ মারা যাওয়ার বিরল ঘটনা দেখা গেছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক পরিবার। ক্ষতিকারক এই কেমিক্যাল রাজধানী শহর ঢাকা ছাড়িয়ে পৌঁছে গেছে বিভিন্ন শহর-বন্দরে। যেখানে ছোট শহর যশোরের ব্যবসায়ীরাও অংশীদার। জনগণ ও প্রশাসনের চোখের আড়ালে সফল ব্যবসায় কার্যক্রমই পরিচালনা করছে। প্রসাশনের হস্তক্ষেপ কামনা করছেন এলাবাসী।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108