প্রতিবেদকঃ সানজিতা আক্তার সাথী
রাজনীতি বিভাগ
মুক্তির পর হোম কোয়ারেন্টিনে আছেন বেগম খালেদা জিয়া। ২৬ মার্চ থেকে ১৪ দিনের জন্য হোম কোয়ারান্টিনে থাকবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাঁর চিকিৎসার সার্বিক তদারকি করবেন তার পুত্রবধূ ডাঃ জোবায়দা রহমান। পরিবারের লোকজন এবং দলীয় লোকজন কাছে পেয়ে মানসিকভাবে অনেকটাই শক্তিশালী অনুভব করছেন বলে জানিয়েছেন বিএনপি নেতারা।
দীর্ঘ দুই বছরেরও বেশি সময় পর বাড়ি ফিরেছেন বেগম খালেদা জিয়া। তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বিক দৃষ্টি ও স্বাস্থ্যের দিকটি বিবেচনা করে ৬ মাসের জন্য অস্থায়ী মুক্তি দেয়া হয় বলে জানিয়েছেন সরকার।
বর্তমানে করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় গুলশানের বাসভবন ফিরোজায় হোম কোয়ারান্টিনে রয়েছেন বিএনপি নেত্রী। তাঁকে বাসাতেই চিকিৎসা দেওয়া হবে বলে জানিয়েছেন ছোট বোন সেলিমা ইসলাম। তার চিকিৎসার সার্বিক তত্ত্বাবধান করছেন তার পুত্রবধূ এবং চিকিৎসা করছেন দলের গঠিত মেডিকেল বোর্ড।
বুধবার প্রায় দুই ঘণ্টা পর্যবেক্ষণ শেষে আগের চিকিৎসা অব্যাহত রাখার পাশাপাশি ১৪ দিন হোম কোয়ারান্টিনে থাকার পরামর্শ দেন ৬ সদস্যের মেডিকেল বোর্ড। আগের প্রচন্ড বাতব্যথা এবং অন্যান্য রোগের চিকিৎসা তাকে প্রদান করা হচ্ছে।
উল্লেখ্য দুর্নীতির দুই মামলায় দুই বছরেরও বেশি সময় সাজাভোগের পর শর্তসাপেক্ষে ছয় মাসের জন্য মুক্তি পান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108