প্রতিবেদকঃ শামীমা আফরোজ
স্বাস্থ্য ও চিকিৎসা বিভাগ
স্বপ্রণোদিত হয়ে শফির কোনো ব্যবস্থা করেন, তবে আমরা হাসপাতাল করব, নইলে করবো না। আমি তো সরকারের কাজটাকে এগিয়ে দিচ্ছিলাম’ ডা: জাফরুল্লাহ তার অভিযোগে বলেন, ‘এটা স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা। আমরা বসে আছি। উনারা কী করেন দেখি।
নির্ধারিত সূত্র অনুযায়ী, রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে আকিজ গ্রুপের প্রতিষ্ঠানে উত্তেজিত জনতা হামলা করেছেন। তবে লকডাউনের মাঝে রাস্তায় বেরিয়ে এই হামলা জনতা নাকি কোনও বিশেষ গোষ্ঠী করেছে তা নিয়ে শুরু হয়েছে জোর গুঞ্জন।
৩০১ শয্যা বিশিষ্ট করোনা আক্রান্ত রোগীদের জন্য হাসপাতাল নির্মাণ করছিল দেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান আকিজ গ্রুপ। তবে সেই হাসপাতাল নির্মাণের কাজ বন্ধ করে দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি শফিউল্লাহ শফির নেতৃত্বে লোকজন।
শনিবার (২৮ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, চাঁদা না দেয়ায় নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন শফি। শনিবার (২৮ মার্চ) রাত নাগাদ এই হাসপাতাল নির্মাণের অন্যতম উদ্যোক্তা গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী এমন অভিযোগ করেন। তিনি এটাও বরেছেন যে, স্বপ্রণোদিত হয়ে শফির কোনো ব্যবস্থা করেন, তবে আমরা হাসপাতাল করব, নইলে করবো না।
পরে বিভিন্ন সূত্রমতে জানা যায় সে সব শেষ সেখালে হাসপাতাল হচ্ছে এবং সৃষ্ট বিরোধ মিটেছে।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108