প্রতিবেদকঃ রোদেলা হক ভূঁইয়া
খেলাধূলা বিভাগ
ক্রীড়া অঙ্গনের তারকারাই হয়তো বেশি মানবিক; যা বোঝা যায় তাদের কর্মের মাধ্যমে। সারাবিশ্ব আজ কোভিড-১৯ এর কাছে অসহায়। এই পরিস্থিতিতে জনগণের পাশে দাঁড়িয়েছেন জনপ্রিয় খেলোয়াড়রা।
লিওনেল মেসিঃ করোনা আক্রান্তদের পাশে দাঁড়িয়েছেন বার্সেলোনার সুপারস্টার লিওনেল মেসি। আর্জেন্টিনা ও বার্সেলোনার দুটি হাসপাতালে দিলেন ১০ লাখ ইউরো অনুদান। হসপিটাল ক্লিনিক কর্তৃপক্ষ এক টুইটে মেসির দেওয়া অর্থ পাওয়ার কথা জানিয়েছে।
ক্রিস্টিয়ানো রোনালদোঃ ইতালির ক্লাব জুভেন্তাসে খেলা ক্রিস্টিয়ানো রোনালদো নিজ দেশ পর্তুগালে ফিরে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে ছিলেন। বাসায় বসে করোনাভাইরাস নিয়ে বিশ্ববাসীকে সতর্ক করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ছিলেন সিআর সেভেন। এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তিনি। নিজ এজেন্ট জর্জ মেন্ডেসকে সঙ্গে নিয়ে ১ মিলিয়ন ইউরো যা ৯ কোটি ২২ লাখ টাকার সমান অনুদান দিয়েছেন রোনালদো।
নোভাক জোকোভিচঃ সার্বিয়ান টেনিস সুপারস্টার নোভাক জোকোভিচ। করোনা মোকাবেলায় ভ্যান্টিলেটর ও মেডিকেল সরঞ্জাম কেনার জন্য সার্বিয়াকে ১০ লাখ ইউরো অনুদান দিয়েছেন তিনি। মূলত তার দাতব্য সংস্থা ‘দ্য নোভাক জোকোভিচ ফাউন্ডেশনের’ মাধ্যমে খরচ করা হবে এ অর্থ।
সিএবিঃ করোনাভাইরাসের মোকাবেলা করার জন্য জনগণের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর আর্জি শুনেই রাজ্যের আপদকালীন রিলিফ ফান্ডে ২৫ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি)।
ধোনিঃ করোনা মোকাবিলায় মানবিক ধোনি। দুঃসময়ে অসহায় মানুষদের পাশে এগিয়ে এসেছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক৷ দিয়েছেন এক লক্ষ রুপির অনুদান৷
শচীন টেন্ডুলকারঃ করোনা ভাইরাসে আক্রান্তরা যাতে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে সেজন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন লিটন মাস্টার শচীন টেন্ডুলকার। করোনা মোকাবেলা তহবিলে তিনি ৫০ লাখ রুপি দান করেছেন।
বাংলাদেশ ক্রিকেট টিমঃ ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় তাই অর্থ অনুদান দিচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। পাশে দাঁড়াচ্ছেন সরকারের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেন্দ্রিয় (বিসিবি) চু্ক্তিতে থাকা ১৭ জন ক্রিকেটার তাদের বেতনের অর্ধেক অনুদান দেবেন বলে জানিয়েছেন। এছাড়া চুক্তির বাইরের যে ১০ ক্রিকেটার গেল তিনমাস নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন তারাও দেবেন বেতনের ৫০ ভাগ অনুদান। বিসিবির চুক্তিতে থাকা ১৭ ক্রিকেটার হলেন: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, নাঈম হাসান, আবু জায়েদ রাহি, ইবাদত হোসেন, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, আফিফ হোসেন,মোহাম্মদ নাঈম শেখ।
পাকিস্তানি ক্রিকেটারঃ করোনাভাইরাস মোকাবেলায় আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিলেন পাকিস্তানের ক্রিকেটাররা। করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য ৫০ লাখ পাকিস্তানি রুপি দান করলেন দেশটির ক্রিকেটাররা। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ লাখ টাকা। জানা গেছে, করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য একটি জরুরি ফান্ড করেছে পাকিস্তান সরকার। সেই ফান্ডে জমা হবে তাদের (পাকিস্তানি ক্রিকেটার) এই অর্থ।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108