নীরবেই অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী

0
586

প্রতিবেদকঃ বিপা চৌধুরি

বিনোদন বিভাগ

জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পি চৌধুরী নীরবেই এই করুন অবস্থায় অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন। দু’দিন আগেই তিনি কিছু দ্রব্যাদি কিনে অসহায় মানুষের মাঝে বিতরণ করেন। এগুলোর মধ্যে ছিলো মাক্স, ডেটল, সাবান, চাল ও ডাল ইত্যাদি।

বাপ্পি চৌধুরী নীরবে কাজটা করলেও, তা প্রকাশ পেয়ে যায়। কথায় আছে ভালো কাজ সবসময় নিজ গুণেই প্রকাশ পেয়ে যায়। এই বিষয় নিয়ে বাপ্পির কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, দান এমন একটি ব্যাপার যা ডান হাত করলে বাম হাত জানবে না আর বাম হাত করলে ডান হাত জানবে না এটাই নিয়ম। এখানে কাউকে জানিয়ে করার কিছু নেই। বিশ্বস্ত একটি সুত্রে জানা যায়, বাপ্পি তার এই কাজের কোনো ছবিও তোলেন নি এমন কি ফেসবুকে কোনো পোস্টও দেননি। তাছাড়াও শুধু এই কাজই নয় বাপ্পি যুক্ত আছেন অনেক রকম সামাজিক কাজে যা অনেক মানুষেরই অজানা।

হালের এই জনপ্রিয় নায়ক অনেক আগে থেকেই একটি এতিমখানা চালান। যেখানে রয়েছে শতাধিক এতিম শিশু। সেখানে তাদের লেখাপড়া থেকে শুরু করে থাকা-খাওয়া সবকিছুর ব্যবস্থা করেন তিনি। এছাড়াও, বাপ্পির রয়েছে বিভিন্ন জেলায় জেলায় শতাধিক ফ্যান ক্লাব। যেখান থেকে অনেক সামাজিক কাজ হয়ে থাকে। এর আগে চিত্রনায়ক বাপ্পি গরীব দুটি মেয়েকে বিয়ের ব্যবস্থা করে দেন নিজ খরচে। এছাড়াও প্রতি বছর রোজার সময় বাপ্পি তার এই সব সংগঠন থেকে জেলায় জেলায় ইফতার বিতরণের আয়োজন করে থাকেন।

বাপ্পির রয়েছে একটি স্কুল, যেখানে বিনা বেতনে অসহায় বাচ্চাদের পড়ালেখা শেখানো হয়। জানা যায়, একবার গাড়ি করে ফিরছিলেন বাপ্পি, পথে একজন আহত নারীকে পরে থাকতে দেখে নিজে দায়িত্ব নিয়ে সেই আহত নারীকে হসপিটালে ভর্তি করা থেকে শুরু করে চিকিৎসার সকল দায়িত্বও বাপ্পি নিজেই নিয়েছিলেন। এছাড়া চিত্র নায়ক বাপ্পি নিজের উদ্যোগে ঢাকা শহরকে আরো উন্নত করবার লক্ষ্যে উন্নত ঢাকা নামে একটি সংগঠনও গড়ে তোলেন। কিন্তু সামাজিক কাজ করার কথা খুব একটা বাইরে প্রচার করতে পছন্দ করেন না তিনি।

উল্লেখ্য, ২০১২ সালে শাহিন সুমন পরিচালিত ভালোবাসার রং ছবি দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে বাপ্পির। এই ছবিতে অভিনয় করে ব্যাপক সাড়া ফেলেন বাপ্পি। তারপর আর পিছে ফিরে তাকাতে হয়নি বাপ্পিকে। একে একে অভিনয় করেন অন্যরকম ভালবাসা, জটিল প্রেম, রোমিও ২০১৩, প্রেম প্রেম পাগালামী, দবির সাহেবের সংসার, তবুও ভালোবাসি, কি প্রেম দেখাইলা, কি দারুন দেখতে, ইঞ্চি, ইঞ্চি প্রেম, হানিমুন, অনেক সাধের ময়না, অনেক দামে কেনা, আজব প্রেম, ওয়ান ওয়ে , সুইট-হাট, সুলতানা বিবিয়ানা, বাজে ছেলে, আমি তোমার হতে চাই, আপন মানুষ, কত সপ্ন কত আশা, এপার ওপার, পলকে পলকে তোমাকে চাই, নায়ক, দাগ, আসমানি, শ্বশুর বাড়ি জিন্দাবাদ ২।

ব্যক্তিগত জীবনে বাপ্পি নারায়নগঞ্জের ছেলে। এক ভাই এবং এক বোনের মধ্যে সবার ছোটো বাপ্পি। বাপ্পি ইউল্যাব ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতা বিষয়ে পড়ালেখা শেষ করেছেন। বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে বাপ্পি অভিনীত শশুর বাড়ি জিন্দাবাদ ২, ডেঞ্জার জোন। শুটিং চলছে সিক্রেট এজেন্ট ছবির। তবে আপাতত কোরোনা ভাইরাসের কারনে বন্ধ আছে এই ছবির শুটিং।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108