প্রতিবেদকঃ আছিফ রহমান শাহীন
অর্থ ও বাণিজ্য বিভাগ
করোনাভাইরাস সারা বিশ্বের মতো বাংলাদেশের জন্যও হুমকি হয়ে এসেছে। প্রাণঘাতী এই ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে এরইমধ্যে দেশে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশাল এই চ্যালেঞ্জ মোকাবেলায় বসুন্ধরা গ্রুপও এগিয়ে এসেছে। দেশের বৃহত্তম এই শিল্পগোষ্ঠী প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ১০ কোটি টাকা অনুদান দিচ্ছে।
প্রাপ্ত তথ্য মতে আগামীকাল রবিবার বিকালে প্রধানমন্ত্রীর হাতে অনুদানের চেক তুলে দেবেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।
এর মধ্যদিয়ে নেটিজেনদের প্রচারনা সফল হলো। অনেকেই একই পোস্ট কপি করে শেয়ার করছিলেন যে দেশের নামিদামি কোম্পানিদের নামে অনুদান আশা করে। শেষ পর্যন্ত অনেক কোম্পানী সাড়া দিয়েছেন। এছাড়াও বেক্সিমকো কোম্পানী ও আকিজ গ্রুপসহ কয়েকটি কোম্পানী সাহায্য করবেন বলে ঘোষণা করেছেন।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108