প্রতিবেদকঃ বিপা চৌধুরি
আর্ন্তজাতিক বিভাগ
অবশেষে জানা গেলো করোনা ভাইরাসের মতো মহামারি রোগ আসলে কিভাবে এলো। সম্প্রতি, জানা গেছে চীন ইচ্ছে করে গোটা দেশে এই মহামারি ভাইরাস ছড়িয়ে দিয়েছে। ভাইরাসটি চীন যুদ্ধের জৈবিক অস্ত্র হিসেবে তৈরি করেছে বলে জানা গেছে। এই জন্য চীনের বিরুদ্ধে ২০ লাখ ডলারের মামলাও করা হয়েছে।
অন্যদিকে, মামলা করতে যাচ্ছে আরো ৮৫ টি দেশ। দ্যা আইস অফ ডার্কনেস নামক একটি পুস্তক প্রকাশিত হয় ১৯৮১ সালে। পুস্তকটির লেখকের নাম, ডিন কোনটজ। উক্ত পুস্তকে ৪০ বছর আগেই এই ভাইরাস সর্ম্পকে আলোচনা করা হয়েছে। বইটিতে লেখা রয়েছে এই ভাইরাসটি উহান এলাকার একটি ল্যাবরেটরীতে চাষ করা হচ্ছে। এবং এটি গোপোনে সংরক্ষন করে রাখা হয়েছিলো যা কিনা চীন পরবর্তীকালে ব্যবহার করবে সেখানকার গরীরদের মেরে ফেলার জন্য। মহামারি এই ভাইরাসে বহু মানুষ মারা যাবে, এতে করে গরীব হটানো যাবে এবং চীন নিজেদেরকে সুপার পাওয়ার হিসেবে প্রতিষ্ঠিত করবে।
পুস্তুকে আরো লেখা ছিলো, ভবিষ্যতে চীন এই ভাইরাসকে বায়োলজিক্যাল মরণাস্ত্র নামে ব্যবহার করবে। যার ফলে চীনের বিরুদ্ধে আন্তর্জাতিক মামলা করবে ৮৫ টি দেশ। বর্তমানে প্রায় ১৫০ টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। যার ফলে চীনের বিরুদ্ধে এরই মধ্যে ২০ লাখ কোটি ডলারের মামলা করেছেন এক মার্কিন আইনজীবী। মামলায় বলা হয়েছে, প্রান ঘাতি এই ভাইরাস চীন যুদ্ধ জয়ের অস্ত্র হিসেবে এটা তৈরি করেছে।
চীনের ইচ্ছা বা অনিচ্ছা যেভাবেই হোক এটা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ার কারনে মার্কিন আইন বা আন্তর্জাতিক আইন অথবা বিশ্ব চুক্তি লংঘন হয়েছে। মামলায় আরো বলা হয়েছে, মার্কিন সেনা অথবা অন্য কোনো দেশ যারা চীনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে তাদের শেষ করতেই এই মরণ ঘাতি ভাইরাস ছড়িয়েছে চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল টেম্প এটিকে কয়েকদিন আগে চাইনিজ ভাইরাস নামে আখ্যায়িত করেন।
অন্যদিকে, ভারতের মজাফফরপুর আদালতে চীনের রাষ্ট্রপতি শি জিন পিং এবং রাষ্ট্রদূত সন বেই ডোংগার নামে একটি মামলা করা হয়েছে। মামলাটি করেছেন সুধির ওঝা নামে একজন। মামলার পরবর্তী শুনানি হবে ১১ এপ্রিল। মামলা কারি বলেন, এই ভাইরাস গোটা বিশ্বে ছড়িয়ে দিয়ে বিশ্বের মানুষকে আসলে ভয় দেখানো হচ্ছে।চীন চাচ্ছে সারা বিশ্বকে পঙ্গু করে চীন নিজেই রাজত্ব করবে, এমনকি এই ভাইরাসের প্রতিশেধক ও চীনের কাছে আছে বলে অভিযোগ করেন এই অভিযোগকারী। যদিও, বলা হয়েছে এটি খাদ্য থেকে ছড়িয়েছে তবে তা পুরোপুরি মিথ্যে।
তবে অনেকে বলছে, চীনকে কোনঠাসা করতেই আমেরিকার এটা একটি কৌশলগত প্রচার।
উল্লেখ্য, এই করোনা ভাইরাসের কারনে সারা বিশ্ব আজ আতঙ্কিত। রাশিয়া, ইতালি ও আমেরিকাতে প্রায় প্রতিদিনই মৃত্যুহার বেড়ে চলেছে। তবুও কোনো দেশেই এখন পর্যন্ত করোনা নির্মূল করা সম্ভব হচ্ছেন।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108