করোনা মোকাবেলায় ভারতে শীর্ষ ধনীদের কার কত অনুদান

0
375

প্রতিবেদকঃ শামীমা আফরোজ

আর্ন্তজাতিক বিভাগ

করোনা ভাইরাস আতঙ্কে দিন কাটছে পুরো বিশ্বের জনগনের। এশিয়া, ইউরোপ থেকে শুরু করে প্রতিটি মহাদেশের প্রায় সবকটি দেশেই ছড়িয়েছে পড়েছে প্রাণঘাতী কোভিড-১৯। করোনা ছড়িয়ে পড়েছে ভারতেও। ভারতে প্রায় ১ হাজার মানুষ এতে আক্রান্ত হয়েছে। আর মারা গেছে ২৪ জন। করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে তিন সপ্তাহের লকডাউন চলছে ভারতে।

তবে দেশটির এমন দুর্যোগের সময় এগিয়ে এসেছেন ধনীর কাতারে থাকা মানুষ প্রায় অনেকেই এভাবে করোনা মোকাবেলায় দুঃস্থ ও অসহায় মানুষদের পাশে এগিয়ে এসেছেন বিশিষ্ট্য ব্যবসায়ী মোহাম্মদ আজিম হাসিম প্রেমজী তিনি অনুদান দিচ্ছেন ৫০ হাজার কোটি টাকা।

করোনা ইন্ডিয়াতে বিস্তার করার পূর্বেই সচেতনতায় অর্থ দান করেছেন অনেকে। করোনা মোকাবেলায় ভারতের রাজ্যকোষে যারা অর্থ দান করলেন তাদের তালিকা বেশ লম্বাও বটে । করোনা মোকাবিলায় এগিয়ে এসছে বলিউড তারকারাও।

বলিউড বাদশাহ শাহরুখ খান দিচ্ছেন ২২৫ কোটি টাকা।

ভাইজান সালমান খান দিচ্ছেন ২২০ কোটি টাকা। এছাড়াও ২৫ হাজার দিন মজুরের দায়িত্ব নিয়েছেন সলমন খান।

পিকে আমির খান দিচ্ছেন ২১২ কোটি টাকা।

প্রধানমন্ত্রীর করোনা রিলিফ ফান্ডে ২৫ কোটি টাকার মোটা অনুদান দেন অভিনেতা অক্ষয় কুমার।

রজনীকান্ত, প্রভাস-সহ একাধিক দক্ষিনী তারকাও সাহায্যের হাত বাড়িয়ে দেন দেশবাসীর প্রতি।

তবে দেশটির এমন দুর্যোগের সময় এগিয়ে এসেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ৫১ কোটি রুপির বিশাল অনুদান দেবে বিসিসিআই। আর এর পুরোটাই ভারতের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেওয়া হবে। বিসিসিআই সরাসরি দেবে ৩৫ কোটি এবং ৩২টি রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রত্যেকটি থেকে আসবে ৫০ লাখ রুপি করে।

বিরাট কোহলী ও অনুষ্কা শর্মা স্বামী-স্ত্রী উভয় মিলে দিচ্ছেন ২০ কোটি টাকা।

শচীন টেন্ডুলকার দিচ্ছেন ৫০ লক্ষ টাকা।

গৌতম গম্ভীর দিচ্ছেন ৫০ লক্ষ টাকা।

এমএস ধোনি দিচ্ছেন ১ লক্ষ টাকা।

অনান্যদের মধ্যে সাংসদ বদর উদ্দিন আজমল দিচ্ছেন ১.৫০ কোটি টাকা।

কংগ্রসে সাংসদ তথা অসম সরকাররে প্রাক্তন মন্ত্রী প্রদ্যুৎ বরদলৈ দিচ্ছেন ১ কোটি টাকা।

কংগ্রসে সাংসদ আব্দুল খালেক দিচ্ছেন ৫০ লক্ষ টাকা।

অনুদান প্রদানকারী সবার উদ্দেশ্য যাতে দেশ ও জাতি সুস্থ-স্বাভাবিক থেকে করোনা মোকাবেলা করতে পারে। নিজেদের সামর্থ্য দিয়ে দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো হবে এর মূলমন্ত্র।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108