ডেস্ক রির্পোটঃ বিনোদন বিভাগ
সরকারে ঘোষিত ছুটি ও সারাদেশ যখন লকডাউনে তখন দিন আনে দিন খায় এমন মানুষগুলোর কি অবস্থা তাহলে একবার ভাবুন তো? হ্যাঁ এমনি ভাবনা চিন্তা থেকে দেশের কিছু কিছু ব্যক্তি প্রতিষ্ঠান ও সংগঠন এগিয়ে এসেছে। তাদের মতোই এগিয়ে আসার ঘোষণা দিল সদ্য সৃষ্টি হওয়া অনলাইনে কাজ করা সকল পরিচালকদের সংগঠন অনলাইন ডিরেক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (অড্যাব)। দেশের এই ক্রান্তিলগ্নে গরীবদের পাশে দাঁড়াতে সকল সদস্যের সহযোগীতা প্রয়োজন। তাই সংগঠনটি এই মর্মে একটি নোটিশ জারি করে।
নোটিশটি হুবহু তুলে ধরা হলোঃ
প্রিয় সদস্যবৃন্দ ও অন্যান্য প্রতিবেশি বন্ধুরা,
আপনারা অবগত আছেন যে, করোনা (কোভিট ১৯) এর কারনে দেশে এক অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে, যার কারণে নিম্ন আয়ের মানুষগুলো এখন আয় করতে পারছেন না। না খেয়ে দিন কাটাতে হচ্ছে অনেককে। এমন কিছু মানুষের পাশে এসে দাঁড়াতে চায় Online Director’s Association of Bangladesh (ODAB)। তাই Online Director’s Association of Bangladesh (ODAB) এর সকল মেম্বারদের উদ্দেশ্যে আহবান করা হচ্ছে যে, নিজ নিজ জায়গা থেকে যার যতটুকু সাধ্য আছে আমরা সকলে একসাথে হাত মিলিয়ে তাদেরকে সাহায্য কর। আমাদের একটি টাকা হয়তো একটি ফ্যামিলির খাবারের জন্য কাজে লাগবে।
ধন্যবান্তে,
তানভীর আহমেদ
প্রতিষ্ঠাতা ও সভাপতি
Online Director’s Association of Bangladesh (ODAB)
অনুদান পাঠানোর মাধ্যমঃ অর্থ সম্পাদক (ODAB) বিকাশ নাম্বার-01630918023
উল্লেখ্য, উক্ত সংগঠনের সদস্য যদি আপনি না হয়ে থাকেন তবুও এই সংগঠনেরে মাধ্যমে আর্তমানবতার এই মহতী উদ্যোগে শামিল হতে পারবেন। যদি কেউ অনুদান দিতে চান উপরে প্রদত্ত নম্বরে যোগাযোগ করে বিকাশ করে পাঠানো যাবে বলে সংগঠনের সূত্র মোতাবেক জানা গেছে।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108