নবাগত মডেল সাবরিনা কানিজ সুখীঃ চান করোনা পরিস্থিতি থেকে মুক্তি

0
916

ডেস্ক রির্পোটঃ বিনোদন বিভাগ

পটুয়াখালীর সুন্দরী কন্যা সাবরিনা কানিজ সুখী। বর্তমানে ইডেন বিশ্ববিদ্যালয় কলেজে অর্নাসে অধ্যায়ন করছেন তিনি। ছোটবেলা থেকে নাচ ও গান করতেন। বিটিভিতেও নাচের সুযোগ হয় তার। স্ব-পরিবারে তিনি ঢাকায় থাকেন। এই শহরেই বেড়ে উঠা তার। ৫ ফুট ৪ ইঞ্চি উচ্চতার সুন্দরী সুখী নাচেও পারদর্শী।

গত বছর থেকে তিনি মিডিয়ায় নিয়মিত হয়েছেন। তার প্রথম কাজ ছিল বৈশাখি টিভিতে ঈদের নাটক গল্পের পেছনের গল্প। যেটি পরিচালনা করেছেন এহসান এলাহী বাপ্পী। এরপর নটি ফরটি, চোখের জলের গল্পসহ প্রায় ৫/৬ টি নাটকে অভিনয় করার সুযোগ হয় তার।

ভালোবাসার আলো আঁধার ও ম্যানেজ মকবুল নামে দুটি ধারাবাহিক নাটকেও অভিনয় করেন সাবরিনা কানিজ সুখী।

খেলা নামে একটি শর্ট ফিল্মও করেছেন তিনি। যেখানে তার বিপরীতে অভিনয় করে ছিলেন জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান।

এছাড়াও ফিডব্যাক ব্রান্ডের মিউজিক ভিডিওতে মডেল হন তিনি কন্ঠ শিল্পী লুমিনের গাওয়া শুনতে কি পাও শিরোনামে একটি গানে।

সুন্দরী কন্যা সাবরিনা কানিজ সুখী প্রিন্স বাইসাইকেলের একটি বিজ্ঞাপনে কাজ শুরু করেন। তারপর অনেকগুলো বিজ্ঞাপনও করা হয় তার।

সাবরিনা কানিজ সুখী এফএম নিউজকে বলেন, আমি ভালো একজন অভিনেত্রী হতে চাই। আপাতত ছোটপর্দা নিয়ে থাকতে চাই। নিজেকে গড়তে চাই দর্শকের মতো করে।

বর্তমান পরিস্থিতির কারণে তার কাজ বন্ধ রয়েছে। অন্য সবার মতো তিনিও ঘরে অবস্থান করছেন। করোনা ভাইরাস নিয়ে তিনি বলেন, যেহেতু আমাদের দেশে ‍উন্নত চিকিৎসা ব্যবস্থা নেই তাই আমরা সবাই যেন সচেতন থাকি এবং সর্তক থাকি সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। আমরা এর থেকে দ্রুত মুক্তি চাই। যার যার কাজে আবার ব্যস্ত হতে চাই। আমার জন্য দোয়া করবেন সবাই।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108