রংপুরে বসেছে PCR মেশিন, করোনার নমুনা সংগ্রহ শুরু হবে এই সপ্তাহে

0
365

প্রতিবেদকঃ সানজিতা আক্তার সাথী

স্বাস্থ্য চিকিৎসা বিভাগ

রংপুর মেডিকেল কলেজে করোনা ভাইরাস সংক্রমণ শনাক্তে বসানো হচ্ছে PCR মেশিন। আগামী বৃহস্পতিবার থেকে নমুনা পরীক্ষার কাজ শুরু করা যাবে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ। একসঙ্গে সংগ্রহ করা যাবে অন্তত ৯৬ টি নমুনা।

রংপুর মেডিকেল কলেজের অনুজীব বিজ্ঞান বিভাগে রাতদিন ল্যাব নির্মানের কাজ চলছে। দু-একদিনের মধ্যেই অবকাঠামো ও পিসিআর মেশিন স্থাপনের কাজ শেষ হবে বলছেন সংশ্লিষ্টরা। রংপুরে গিয়ে মেডিকেল টেকনিশিয়ানদের প্রশিক্ষণ দেবেন ঢাকার একটি প্রশিক্ষণ দল।

অণুজীব বিভাগের প্রধান জানিয়েছেন, দুই-তিনদিনের মধ্যেই পৌঁছবে প্রয়োজনীয় টেস্টিং কিট। এমতাবস্থায় ঢাকায় গিয়ে প্রশিক্ষণ নেওয়া সম্ভব না হওয়ায় ঢাকা থেকেই একটি প্রশিক্ষণ দল গিয়ে তাদের প্রশিক্ষণ দিয়ে আসবেন।

২ এপ্রিল থেকে নমুনা পরীক্ষার কাজ শুরু হবে বলে জানিয়েছেন মেডিকেল অধ্যক্ষ। রংপুর বিভাগের ৮ জেলার সন্দেহভাজন করোনা রোগীদের পরীক্ষা করা হবে এই PCR মেশিন এর মাধ্যমে। এ পরীক্ষায় সাধারণত একটি রোগীকে ৪-৬ ঘন্টায় একটি রোগীকে টেস্ট করা হলেও রংপুরে স্থাপিত মেশিনের মাধ্যমে একদিনে প্রায় ৬ ঘন্টায় টানা ৯৬ জনকে টেস্ট করা যাবে বলে জানিয়েছেন মেডিকেল অধ্যক্ষ।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108