করোনাভাইরাস থেকে মুক্ত আছে এমন ভাগ্যবান ৪২ দেশ

0
555

প্রতিবেদকঃ শামীমা আফরোজ

আর্ন্তজাতিক বিভাগ

করোনাভাইরাস ব্যাধির প্রাদুর্ভাব প্রথমে ২০১৯ সালের ডিসেম্বর মাসে চীনের হুপেই প্রদেশের উহান নগরীতে শনাক্ত করা হয়।

২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ব্যাধিটিকে একটি বৈশ্বিক মহামারী হিসেবে স্বীকৃতি দেয়। ২০২০ সালের ২৯ মার্চ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী বিশ্বের ১৯৯টিরও বেশি দেশ ও অধীনস্থ অঞ্চলে ৮,৬০,০০০ (ছয় লক্ষ আটষট্টি হাজার তিনশত)-এরও বেশি ব্যক্তি করোনাভাইরাস রোগে আক্রান্ত হয়েছেন বলে সংবাদ প্রতিবেদনে প্রকাশ পেয়েছে। এদের মধ্যে ৪২ হাজার জনের বেশী ব্যক্তির মৃত্যু ঘটেছে এবং ১ লাখ ৭৮ হাজারের বেশি রোগী সুস্থ হয়ে উঠেছে।

বৈশ্বিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ড ও মিটার জানিয়েছে, এখনো অন্তত ৪২টি দেশ করোনা থেকে মুক্ত রয়েছে। এর মধ্যে ৩৮টি জাতিসংঘ অন্তর্ভুক্ত।

করোনামুক্ত দেশ ও অঞ্চলগুলো হলো-

১. মিয়ানমার ২. বুরুন্ডি ৩. বতসোয়ানা

৪. বেলিজ ৫. কেপভার্দে ৬. কোট ডি’আইভায়ার

৭. শাদ ৮. কমোরোস ৯. ডোমিনিকা

১০. ইরিত্রিয়া ১১. গ্রেনাডা ১২. গিনি বিসাউ

১৩. হাইতি ১৪. হোলি সি ১৫. কিরিবাতি

১৬. লাওস ১৭. লেসোথ ১৮. লিবিয়া

১৯. মাদাগাস্কার ২০. মালাউই ২১. মালি

২২. মার্শাল দ্বীপপুঞ্জ ২৩. মাইক্রোনেশিয়া ২৪. মোজাম্বিক

২৫. নাউরু ২৬. নাইজার ২৭. উত্তর কোরিয়া

২৮. পালাউ ২৯. পাপুয়ানিউগিনি ৩০. সেন্ট ভিনসেন্ট

৩১. গ্রেনাডাইন্স ৩২. সাও টম অ্যান্ড প্রিন্সিপি ৩৩. সিয়েরালিওন

৩৪. সলোমন দ্বীপপুঞ্জ ৩৫. দক্ষিণ সুদান ৩৬. সিরিয়া

৩৭. তাজিকিস্তান ৩৮. পূর্ব তিমুর ৩৯. টোঙ্গা

৪০. তুর্কমিনিয়া ৪১. টুভালু ৪২. ইয়েমেন।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108