করোনা খুলে দিচ্ছে মানবতাঃ স্টেডিয়াম হয়ে যাচ্ছে হাসপাতাল; রেফারি হয়ে যাচ্ছে নার্স

0
373

প্রতিবেদকঃ সানজিতা আক্তার সাথী

স্বাস্থ্য চিকিৎসা বিভাগ

করোনা ভাইরাস একদিকে যেমন মানুষকে করছে গৃহবন্দী অন্যদিকে খুলে দিচ্ছে মানবতার দ্বার। স্টেডিয়াম হয়ে যাচ্ছে হাসপাতাল এবং রেফারি হয়ে যাচ্ছে নার্স।

স্প্যানিশ লা লিগার রেফারি রাগারজে ফার্নান্দেজ মানুষের সেবায় এখন পুরোদস্তুর নার্স। প্রিয়জনকে হারানোর বেদনা এখন কাতর পৃথিবী। যেই স্পর্শের জন্য এত আকুতি সেই স্পর্শেই কিনা বিষ করোনা ভাইরাসের। চীনের এই দৃশ্য কাঁদিয়েছে পুরো বিশ্বকে। যেমনটা কাঁদিয়েছে রাগারজে ফার্নান্দেজকে।

মানুষের জন্য কিছু করবারটানে একজন রেফারি এখন পুরোদস্তুর হাসপাতালের নার্স। তিনি রেফারিং করেন স্পেনের নারী ফুটবলার টিমের শীর্ষ প্রতিযোগিতা লা লিগা ইবারদ্রোলায়। উপসর্গ নিয়ে হাসপাতালে আসা প্রথম রোগীদের দেখেন তিনি। তাইতো ঝুঁকিটা একটু বেশি। কিন্তু এগুলোকে ভয় পান না তিনি।

তাই তো বিলবাওয়ের রেগালদে হেলথসেন্টারে নার্সের চাকরিটি তার কাছে এখন জীবন। একটি হাসপাতালের নার্স যেভাবে দায়িত্ব সহকারে তার রোগীর দেখভাল করে ঠিক তেমনি তিনিও এখন করোনা রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন পুরোদমে। তার এই উদ্যোগে পুরো বিশ্ববাসী তাকে স্বাগতম জানায়।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108