গাজীপুরে স্ত্রী ও ২মাসের শিশু হত্যা করে; আত্মহত্যা করল স্বামী

0
421

প্রতিবেদকঃ সানজিতা আক্তার সাথী

অনিয়ম ও অপরাধ বিভাগ

গাজীপুরে একই ঘর থেকে স্বামী-স্ত্রী ও মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে কাশিমপুর থানার পানিশাইল এলাকা থেকে লাশগুলো উদ্ধার করেন পুলিশ।

গত সোমবার রাতে এ ঘটনাটি ঘটেছে বলে ধারণা করছে স্থানীয়রা। নিহতরা হলেন, মোশারফ হোসেন (২৮), তার স্ত্রী হোসনে আরা (২২) ও এই দম্পতির মেয়ে মোহিনী (বয়স ২মাস)। মোশারফ এর গ্রামের বাড়ি রংপুরের পীরগাছা উপজেলার ফকিরতরি এলাকায়। তিনি পানিশাইল এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন এবং সেখান থেকেই তার পরিবারসহ তার লাশ উদ্ধার করা হয় মঙ্গলবার।

মঙ্গলবার সকালে প্রতিবেশীরা কোন সাড়া-শব্দ না পেয়ে এবং ঘর থেকে দুর্গন্ধ বের হওয়ায় সন্দেহভাজনভাবে পুলিশকে ফোন করলে কাশিমপুর থানা থেকে একদল পুলিশ ঘটনাস্থলে সকাল সাড়ে ৯টার দিকে পৌঁছায়। কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলি খান বলেন, ঘরের ভেতরে আড়ার সঙ্গে গলায় পেঁচানো মোশারফ হোসেনের ঝুলন্ত লাশ এবং স্ত্রী ও মেয়ের লাশ বিছানায় পাওয়া যায়।

ওসি জানান, কোনো কারনে মোশারফ তার স্ত্রী ও মেয়েকে বিষ খাইয়ে হত্যা করে পরবর্তীতে নিজে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। এখনো এ বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে মোশারফ ইয়াবা ও মাদক সেবন করত বলে জানা গেছে।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108