ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছেন চসিক মেয়র নাছির উদ্দীন

0
741

প্রতিবেদকঃ আছিফ রহমান শাহীন

স্বাস্থ্য চিকিৎসা বিভাগ

দেশের করোনাভাইরাসের ভয়াবহতা বিস্তার রোধে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন নির্দেশনা অনুযায়ী চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

ইতিমধ্যে বিভিন্ন কার্য্যক্রম ধারাবাহিকভাবে করে যাচ্ছেন। লকডাউন অবস্থায় নগরবাসীর খাবারের জন্য যাতে বাইরে যেতে না হয় সে জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে নগরবাসীর ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া আরম্ভ করেছেন নগরীর দেওয়ানহাট এলাকা হতে।

স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের ব্যবস্থাপনায় গতকাল বিকেল ৩:০০ টায় দেওয়ানহাট মহল্লায় ঘরে ঘরে খাদ্যসামগ্রী নগরবাসীর হাতে তুলে দেন মাননীয় মেয়র।

এ সময় উপস্থিত ছিলেন দেওয়ানহাট সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক হাজি ইদ্রিস কাজী, যুবলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য আবদুল মান্নান ফেরদৌস, তারুণ্যের সভাপতি ও স্বেচ্ছাসেবকলীগ নেতা আবদুর রশীদ লোকমান, দেওয়ানহাট সমাজ কল্যাণ পরিষদের কোষাধ্যক্ষ লায়ন মোহাম্মদ ইব্রাহিম, তারুণ্যের সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ নিজাম উদ্দীন, তারুণ্যের সংগঠক সাহাবুদ্দিন বাদশা, সোলাইমান সবুজ, মফিজুর রহমান দুলাল, সরোওয়ার কাজেমী, আবুল কাশেমসহ নেতৃবৃন্দ।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108