ভাইপো হারালেন ভাইজান

0
404

প্রতিবেদকঃ সানজিতা আক্তার সাথী

দূর্ঘটনা শোকসংবাদ বিভাগ

বলিউডের শীর্ষ অভিনেতা সালমান খানের ভাইপো আব্দুল্লাহ খান মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন। সোমবার গভীর রাতে মুম্বাইয়ের বান্দ্রার লীলাবতী হাসপাতালে মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স ছিল ৩৮ বছর।

তার এই অকাল মৃত্যুতে বর্তমানে পুরো খান পরিবারে চলছে শোকের মাতম। সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন সালমান খান। সম্প্রতি ফুসফুসে সংক্রমণ ও শ্বাসকষ্ট নিয়ে মুম্বাইয়ের ধীরুভাই কোকিলাবেন আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন হন আব্দুল্লাহ।পরবর্তীতে তাকে লীলাবতী হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু ঘটে।

মৃত্যুর পর “করোনা জেরে মৃত্যু হয়েছে আব্দুল্লাহর” এটি রটে গেলে পরবর্তীতে ভাইজানের পারিবারিক সূত্রের মাধ্যমে জানা যায়, দীর্ঘদিন ধরে ফুসফুসের সমস্যা ও ডায়াবেটিস ছিল তার। হার্টের নানা সমস্যাও ছিল। কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন আব্দুল্লাহ।অবশেষে মৃত্যু হয় তার। আব্দুল্লাহর মৃত্যুর পর তার ও সালমানের পুরানো একটি ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করে ক্যাপশনে লিখেন, “সব সময় তোমাকে ভালোবেসে যাবো।”

উল্লেখ্য, আব্দুল্লাহ সালমান খানের সংস্থা “বিং হিউম্যান” এর সঙ্গে যুক্ত ছিলেন।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108