প্রতিবেদকঃ বিপা চৌধুরি
অনিয়ম ও অপরাধ বিভাগ
সাংবাদিক সাগর চৌধুরীর উপর সন্ত্রাসী হামলা করা হয়েছে। হামলা করেছেন, বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বড় মানিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দারের ছোটো ছেলে নাবিল। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ৯ টায় উপজেলার রাজমনি সিনেমা হলের সামনে।
এই ঘটনা নিয়ে সাগর চৌধুরী বলেন, নাবিল তাকে ফোন করে বাসা থেকে রাজমনি সিনেমাহলের সামনে ডেকে নিয়ে যায় এবং সিনেমাহলের কাছে যাওয়া মাত্র নাবিল তাকে মারতে শুরু করে। এমনকি নাবিল তার ফোন দিয়ে লাইভে এসে বলে আমি নাকি তার ফোন নিয়েছি। নাবিল একই থানার। তার বাবা ক্ষমতাসীন দলের পদে আছেন।
সাংবাদিক সাগর আরো জানায়, ইউনিউনের জেলেদের ১ মণ করে চাউল দেওয়ার কথা থাকলেও কিন্তু সেখানে তাদের চাউল দেওয়া হচ্ছে মাত্র ১৪-১৫ কেজি করে। এই বিষয়টা আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাই এবং চেয়ারম্যানকে জিগাসা করি চাউল কেনো কম দেওয়া হচ্ছে। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির গাজি এ বিষয়ে চেয়ারম্যানকে জিগাসা করেন। যে কারনে চেয়ারম্যান জসিমুউদ্দিন হায়দারের ছেলে নাবিল হায়দার তাকে ডেকে নিয়ে যায় দেখা করার জন্য এবং ভিপি নুরের হত্যার হুমকির ভিডিও দেখিয়ে বলে, আরে আমি ভিপি নুরুকে গুনিনা, আর তুমি তো কোথাকার সাংবাদিক। এই কথাগুলি বলতে বলতে আমাকে প্রচণ্ড রকমের মারধর শুরু করে এবং মোবাইল ছিনতাইকারী হিসেবে অপবাদ দেয়।
এ ঘটনায়, ভোলার সাংবাদিক এবং অনলাইন এডিটরস কাউন্সিল ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স সোসাইটির পক্ষে আবুল কালাম আজাদ ও মাহমুদ হোসেন মোয়াজ্জেম উদ্বেগ প্রকাশ করেছেন। সেই সাথে হামলাকারী নাবিলকে অবিলম্বে গ্রেপ্তারের দাবী জানিয়েছেন।
এছাড়াও সাগর চৌধুরীর উপর সন্ত্রাসী হামলায় তিব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবসহ অন্যান্য সাংবাদিক সংগঠন। তারা এই ঘটনার মুলহোতা নাবিলসহ জড়িত তার সন্ত্রাসী বাহিনীকে অবিলম্বে গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক সাজা দাবি করেছেন।
এ ঘটনায় নির্যাতিত সাংবাদিক বোরহানউদ্দিন থানায় মামলা দায়ের করতে গেলে থানা পুলিশ সাংবাদিকদের মামলা নেয়নি। তবে বোরাহানউদ্দিন থানার ওসি এনামুল হোসেন বলেন, সাংবাদিক সাগর চৌধুরি থানায় এসেছে চিকিৎসার জন্য তাকে বোরাহানউদ্দিন হাসপাতালে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, নাবিল হায়দার ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে। কিছুদিন আগে ডাকসু ভিপি নুরুকে প্রকাশ্যে খুনের হুমকি দেয় এবং তার সহযোদ্ধা শাকিলের উপর অতর্কিত হামলা করে।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108