হজে যাওয়ার জন্য জমানো ৫ লক্ষ টাকা দান করে দিলেন ৮৭ বছরের বৃদ্ধা

0
349

প্রতিবেদকঃ সানজিতা আক্তার সাথী

সহযোগিতা ও সমাজকর্ম বিভাগ 

মক্কায় হজ করতে যাবেন বলে দীর্ঘদিন ধরে ৫ লক্ষ টাকা জমিয়েছিলেন ভারতের জম্মু-কাশ্মীরের খালেদা বেগম (৮৭ বছরের বৃদ্ধা)। কিন্তু করোনাভাইরাসের কারণে সারাদেশে লকডাউনের জেরে সেই ইচ্ছা ভেস্তে যায় তার। তখনই কষ্ট করে জমানো টাকা গরীবদের মাঝে বিলিয়ে দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি।

কষ্টার্জিত সেই টাকা কোনো সরকারি সংস্থা বা মাদ্রাসাকে দেননি তিনি। তিনি বলেন, “দীর্ঘদিন ধরেই সেবা ভারতীর কাজ দেখছি। তাই গরিব কাশ্মীরীদের সাহায্য করার জন্য ওদের (সেবা ভারতী) কাছেই টাকা তুলে দিয়েছি।”

স্থানীয় সূত্রে জানা গেছে, খালেদা বেগমের বাবা পীর মোহাম্মদ খান এক সময় জাতিসংঘের সভাপতির দায়িত্ব সামলেছেন। এর ফলে ছোট থেকেই সেবামূলক কাজকর্ম নিজের চোখে দেখে আসছেন তিনি। অনেক সময় নিজেও সেবামূলক কাজের সাথে যুক্ত ছিলেন। এর আগেও বন্যা ও অন্যান্য দুর্যোগের সময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাথে অসহায় ও গরীব মানুষদের সাহায্য করেছেন তিনি।

ফলের হজে যাওয়ার কষ্টের টাকা সেবা ভারতীকে দান করার আগে একবারও চিন্তা করেননি তিনি। সম্প্রতি তার এই মহতী কর্মের জন্য তিনি প্রশংসিত হচ্ছেন র্সবত্র।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108