প্রতিবেদকঃ আছিফ রহমান শাহীন
আইন ও আদালত বিভাগ
আজ থেকে সেনাবাহিনী সামাজিক দূরত্ব বজায় রাখা, হোম কোরান্টাইন সহ করোনা প্রতিরোধে সরকারের যাবতীয় পদক্ষেপ কঠোর ভাবে নিশ্চিত করবে।
বুধবার (১ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সামাজিক দূরত্ব বজায় রাখা, হোম কোরান্টাইন সহ করোনা প্রতিরোধে সরকারের যাবতীয় পদক্ষেপ কঠোর ভাবে নিশ্চিত এবং সরকার প্রদত্ত নির্দেশাবলী অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে গত ২৪ মার্চ আইএসপিআরের পক্ষ থেকে দেশের সব জেলায় সেনাবাহিনী পাঠানোর কথা জানানো হয়। এরপর থেকে এইড টু সিভিল পাওয়ারের আওতায় দেশের সব বিভাগ এবং জেলায় করোনা ভাইরাস নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনকে সহায়তায় প্রয়োজনীয় সমন্বয় করছে সেনাবাহিনী।
প্রসঙ্গত, সারাদেশে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে করোনা পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108