প্রতিবেদকঃ সানজিতা আক্তার সাথী
আইন ও আদালত বিভাগ
করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে জামিনযোগ্য বিচারাধীন ছোট মামলার ৩ হাজার হাজতিকে সাময়িকভাবে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করেন। মূলত করোনা পরিস্থিতি থেকে কারাগার নিরাপদ রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে কারা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক আবরার হোসেন গণমাধ্যমকে জানান, মন্ত্রণালয়ের আদেশে কোভিড -১৯ ভাইরাসের কারনে এই প্রস্তাব দিয়েছি। জামিনযোগ্য ছোটখাটো অপরাধে যারা কারাগারে আছেন, এরকম তিন হাজারেরও সামান্য বেশি হাজতির নাম প্রস্তাব আকারে মন্ত্রণালয়ের দেয়া হয়েছে বলে জানান তিনি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পেলে এই প্রস্তাব যাবে আইন মন্ত্রণালয়ে।সেখানে আপত্তি না থাকলে পাঠানো হবে আদালতে। তিনি বলেন, শেষ পর্যন্ত বিচারকই সিদ্ধান্ত নেবেন জামিন দেয়া যাবে কিনা। তখন মুক্তির বিষয়টি বিচারকদের হাতে চলে যাবে, আমাদের হাতে থাকবে না। কিন্তু ধারণা করা হচ্ছে যে, সরকারের মন্ত্রণালয় থেকে সরকার স্বয়ং নিজেই ৩ হাজার হাজতিকে মুক্তি দিতে পারেন।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108