প্রতিবেদকঃ আছিফ রহমান শাহীন
দূর্ঘটনা ও শোকসংবাদ বিভাগ
শরীয়তপুরের নড়ীয়ায় করোনায় মৃত ব্যক্তির জানাজাসহ যাবতীয় সৎকার কার্যাদী করলো বাংলাদেশ পুলিশ। করোনায় ভয়ে ভীত হয়ে অনেক সামনের কাতারের যোদ্ধার কতিপয় সদস্য পিপি’র দোহাই দিয়ে মাঠ ছেড়ে গেলেও দেশমাতৃকার ভালোবাসার টানে মাঠ কামড়ে পড়ে আছে অকুতোভয় বাংলাদেশ পুলিশ।
দেশ ব্যাপি করোনাভাইরাস আতংকে ইতিমধ্যে অনেক জায়গায় লাশ দাফনের কাজে স্থানীয় মানুষদের না পাওয়া গেলেও অন্যরকম দৃষ্টান্ত দেখাচ্ছেন বাংলাদেশ পুলিশ। সৎকার, কবর খোঁড়া, লাশ দাফন এমনকি জানাজা পর্যন্ত পাড়াচ্ছেন পুলিশ। তবে এটা আবার প্রমাণ হল পুলিশ জনগনের বন্ধু।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108