শোবিজ অঙ্গনের নতুন মুখ আনিতা তানজিনঃ চাই সবার দোয়া

0
597

ডেস্ক রির্পোটঃ বিনোদন বিভাগ

পুরান ঢাকার আনিতা তানজিন। বর্তমানে তিনি ঢাকা মহানগর মহিলা কলেজে অধ্যায়ন করছেন। ছোটবেলা থেকেই সখ অভিনয়ের। অভিনেত্রী সুবর্ণা মোস্তফা ও তিশার অভিনয় দেখে ছোট থেকে অভিনয়ের প্রতি আগ্রহ জাগে।

এ প্রজন্মের অভিনেত্রী তানজিন তিশার অভিনয় তাকে দারুনভাবে প্রভাবিত করে অভিনয় পেশায় আসার জন্য। নাচেও কিছুটা দখল রয়েছে তার, নিয়মিত প্রাকটিস করছেন। স্ব-পরিবারে তিনি ঢাকায় থাকেন। পুরান ঢাকাতেই বেড়ে উঠা তার।

৫ ফুট ৪ ইঞ্চি উচ্চতার সুন্দরী আনিতা তানজিন মডেল হিসেবে কাজ করছেন একবছর যাবৎ। এডলফ খানের হাত ধরেই তিনি মিডিয়াতে আসেন। বিভিন্ন পোশাক হাউজের ফটোশুট করেছেন বেশ কয়েকটি।

এছাড়াও আনিতা তানজিনের কিছু পত্রিকার ফ্যাশন মডেল হিসেবে ফটোশুট করা হয় মাঝে মাঝে।

তবে তার স্বপ্ন তিনি একজন মডেল হতে চান। তার পাশাপাশি ছোট র্পদায় অভিনয়ও তার আপাতত ইচ্ছা। বিজ্ঞাপনে কাজ করার ‍খুব ইচ্ছে রয়েছে তার।

তবে যে কাজই করেন না কেন ভাল কোন অফার হলে করবেন। কাজের মান ও নিজের ভালো নিজে খেয়াল করার বিষয়টি তার কাছে মূখ্য বিষয়।

বর্তমান পরিস্থিতির কারণে আনিতার কাজ বন্ধ রয়েছে। অন্য সবার মতো তিনিও ঘরে অবস্থান করছেন।

করোনা ভাইরাস নিয়ে তিনি বলেন, সবাই যেন সচেতন থাকি এবং সর্তক থাকি। পরিষ্কার পরিচ্ছন্ন থাকি। বারবার হাত ধুই এবং জিবাণু মুক্ত থাকি।

সবাই আমার জন্য দোয়া করবেন এবং দেশের জন্যও দোয়া করবেন।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108