ডেস্ক রির্পোটঃ সহযোগিতা ও সমাজকর্ম বিভাগ
সময় অসময় বা দুঃসময়ে যিনি সব সময় মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে প্রস্তুত তিনি হলেন এ্যাডভোকেট আলতাফ হোসেন ভূঁইয়া। তিনি আজ দেশের এই দুঃসময়ে বাসা ভাড়া করে থাকা মানুষগুলো যখন করোনা নামক সংক্রামক ভাইরাস আতঙ্কে আতঙ্কিত ও দিশেহারা ঠিক তখনি মানবতার এক উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি জাতির এই ক্লান্তিলগ্নে নিজ বাড়িতে থাকা প্রায় দুইশতাধিক ভাড়াটিয়ার দুই মাসের বাড়িভাড়া মওকুফ করে দিলেন।
মানবতার ফেরিওয়ালা জনাব এ্যাডভোকেট আলতাফ হোসেন ভূইয়া ঢাকাস্থ মানবিক ও সামাজিক সংগঠন ‘স্বপ্নীল’ গাজীপুর মহানগর শাখার সম্মানীত সভাপতি্। এছাড়াও তিনি শহীদ নিয়ামত এডুকেশন হোমের সম্মানীত পরিচালক। তার পাশাপাশি স্বনামধন্য ভুইয়া গ্রুপ অব কোম্পানির সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ শ্রীপুর উপজেলার পরিচালক।
এমন মহতী উদ্দ্যোগ ও মানবতার উজ্জল দৃষ্টান্ত স্থাপনের জন্য স্বপ্নীল সংগঠনের সভাপতি, জনাব মন্জুরুল আলম টিপু ও মহাসচিব, সংগ্রীত শিল্পী রবিন আহমেদ, উপদেষ্টা মিজানুর রহমান হিরো, জনাব মোহাম্মদ হাসেম, জনাব মনিরুল ইসলাম মনিরসহ স্বপ্নীল সংগঠন কেন্দ্রীয় পরিবারের সকলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এ্যাড. আলতাফ হোসেন ভূইয়া আরো বলেন, যতদিন দেশের এই পরিস্থিতি থাকবে ততদিন আমি আপনাদের পাশে আছি আপনাদের কোনো চিন্তা করতে হবে না। আপনাদের দুঃচিন্তা করার কারণ নেই আল্লাহ ভরসা।
জনাব আলতাফ হোসেন শুধু দুঃসময়ে কাজ করেন তা না বরং তিনি সব সময় অসহায় নিপিড়িত মানুষের হয়ে কাজ করেন। নিজের ব্যক্তিগত তহবিল থেকে গাজীপুর জয়দেবপুর এলাকার দুস্ত মানুষের জন্য একটা ফ্রি স্কুলও পরিচালনা করে থাকেন। স্কুলটির নাম শহীদ নিয়ামত এডুকেশন হোম স্কুল। এই স্কুলে পড়াশুনা করে প্রায় পাঁচ শতাদিক দুঃস্থ অসহায় পরিবারের ছাত্র-ছাত্রী যাদের পরিবারে নুন আনতে পান্তা পুরায়। তাই তিনি গাজীপুরের অসহায় হতদরিদ্র দিনমজুর পরিবারের ছেলে-মেয়েদেরকে বিনা বেতনে পড়াশুনা করিয়ে থাকেন।
জনাব আলতাফ হোসেন ভুইয়ার একটাই চাওয়া, “আমি আমার নিজের জন্য ভাবি না আমি আমার এলাকার অসহায় দুঃস্থ মানুষের জন্য চিন্তা করি। আল্লাহপাক আমাকে অনেক দিয়েছেন তাই আমি তাদের জন্য কিছু করতে পারলে এটাই আমার শান্তি। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন যেন বাকী জীবনটুকু আপনাদের সেবা করে কাটিয়ে দিতে পারি।”
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108