প্রতিবেদকঃ সানজিতা আক্তার সাথী
অর্থ ও বাণিজ্য বিভাগ
ইতালি থেকে পরিচালিত হতো ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (DEPZ) ভেতরে অবস্থিত একটি সোয়েটার কারখানা। গেল কয়েক মাস ধরে তেমন কোনো কাজ ছিল না যৌথভাবে পরিচালিত এই কারখানাটিতে। তাই জানুয়ারি থেকে শ্রমিকদের বেতন ভাতা বন্ধ ছিল। এরইমধ্যে মালিকদের তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ অবস্থায় রবিবার কারখানার শ্রমিকেরা বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছে।
তারা বলছে, তিনমাস ধরে তাদের বকেয়া বেতন বন্ধ। কয়েক দফায় আশ্বাস দিয়েও তা পরিশোধ করা হয়নি। সর্বশেষ রবিবার অর্থাৎ ২৬ মার্চ আশ্বাস দিয়ে গেলেও ২৫ মার্চ কারখানাটি বন্ধ করে দেয়া হয়। আগের ঘোষণা অনুযায়ী শ্রমিকেরা কারখানার সামনে উপস্থিত হলে কারখানা বন্ধ পান। এবং মূল ফটকের সামনে ১৬ই এপ্রিল বেতন পরিশোধের একটি নোটিশ দেখতে পান। এমন নোটিশে উত্তেজিত হয়ে বকেয়া পরিশোধ ও কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করতে থাকেন।
একপর্যায়ে তারা বেপজার কার্যালয়ের সামনে অবস্থান নেন। তখন বেপজার জনসংযোগ কর্মকর্তা নাজমা বিনতে আলমগীর বলেন, বাংলাদেশের এক ব্যবসায়ীর কাছে কারখানাটি বিক্রির সব কথা পাকাপাকি হয়েছে। কিন্তু ওই ব্যবসায়ী সম্প্রতি সিঙ্গাপুর থেকে বাংলাদেশে এসে হোম কোয়ারেন্টাইনে আছেন। ১৬ই এপ্রিল শ্রমিকদের আংশিক বেতন এবং পর্যায়ক্রমে তাদের বকেয়া বেতনসহ অন্যান্য ভাতা দেয়া হবে।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108