“মানবতার ঘর” একটি ব্যতিক্রমী উদ্যোগঃ বাংলাদেশে প্রথম শুরু সিলেটে

0
372

প্রতিবেদকঃ সানজিতা আক্তার সাথী

সহযোগিতা ও সমাজকর্ম বিভাগ 

বাংলাদেশের এই প্রথম সিলেট নগরীতে হতদরিদ্রের খাদ্য বস্ত্রের যোগান দিতে যাত্রা শুরু করল “মানবতার ঘর”। খাদ্য ও বস্ত্র কোনো বাসায় নয় রাখা হবে একটি ছোট্ট ঘরে। এখানে রাখা খাদ্য ও বস্ত্র প্রয়োজনে নিয়ে যেতে পারবে যেকোনো হতদরিদ্র লোক।

এমন এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ন্যাশনাল প্রেস সোসাইটি (গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা) সিলেট বিভাগীয় শাখা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এখানে রাখা এক একটি প্যাকেটের মধ্যে ২ কেজি চাল, আধা কেজি ডাল, আধা কেজি পেঁয়াজ, আধা কেজি তেল ১ কেজি লবণ ও ২ কেজি আলু থাকবে। খাদ্য সামগ্রীর পাশাপাশি রাখা হবে বিভিন্ন ধরনের কাপড়।যেকোনো হতদরিদ্র নিয়ে যেতে পারবে স্টিলের তৈরি এই ঘর থেকে।

এখন অল্প পরিসরে শুধু ২৪ নং ওয়ার্ডে এই কার্যক্রম শুরু করা হলেও পর্যায়ক্রমে সিলেট নগরীর সকল ওয়ার্ডে এটি চালু করা হবে।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108