প্রতিবেদকঃ বিপা চৌধুরি
বিনোদন বিভাগ
বর্তমানে করোনা পরিস্থিতির ভয়াবহতার কারনে সকলের মাঝে বিরাজ করছে বিশাল এক আতংক। থেমে গেছে সকল কাজ, সবাই এখন লকডাউন পালন করছেন। তারকা শিল্পীরাও এর ব্যতিক্রম নন, তারাও এখন লকডাউনে আছেন। কিন্তু, এই লকডাউন অবস্থায় কিভাবে কাটছে কোন তারকার দিন?
বাপ্পি চৌধুরী
চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক বাপ্পি। অনেক দিন ধরে গৃহবন্ধি থাকছেন। আটকে আছে তার মুক্তি অপেক্ষিত ছবি, শুটিংও বন্ধ। বর্তমানে, বাসায় ব্যায়াম করে, অভিনয় প্রাক্টিস করে, আর পরিবারের সাথে আড্ডা দিয়েই কাটছে তার সময়। পাশাপাশি, সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাইকে সচেতন করার চেষ্টা করছেন যতটুকু পারছেন।
নীরব হোসেন
জনপ্রিয় চিত্রনায়ক নীরব। বর্তমানে পরিবারের সাথে মজা করে, আর ঘরে বসে নিজের জমে থাকা টুকটাক কিছু কাজ করেই সময়টা পার করে দিচ্ছেন। চেষ্টা করছেন সবসময় সতর্ক থাকার। একান্তই কাজ না থাকলে খুব একটা বাইরে বের হচ্ছেন না।
সাইমন সাদিক
চলচ্চিত্র অভিনেতা সাইমন সাদিক। মাত্র কিছু দিন আগে প্রকাশ পায় তার গোপন বিয়ের খবরটি। বর্তমানে, এই অভিনেতা নিজের স্ত্রী ও সন্তানদের সময় দিচ্ছেন। সব কিছু থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রেখে পরিবারকে নিয়ে খুব ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বর্তমানে খুব একটা সরব ভুমিকা পালন করছেন না তিনি।
সজল
ছোটো পর্দা এবং বড় পর্দা দুটো মাধ্যমেই সমান তালে কাজ করে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা সজল। বর্তমানে এই লকডাউন পরিস্থিতে বাসার কাজ করে সময় পার করছেন তিনি। ঘড় পরিচ্ছন্ন করার কাজ, গাছে পানি দেয়া, এভাবেই সময়টা পার করছেন এই অভিনেতা।
আরজে অপু
জনপ্রিয় মডেল এবং কথা বন্ধু আরজে অপু। ৯১.২ রেডিও ধনির জনপ্রিয় এই কথা বন্ধুও বর্তমানে লকডাউন আছেন। করছেন না কোনো রেডিও প্রোগ্রাম, নাটক বা বিজ্ঞাপনের শুটিং। বাসায় পরিবারের সাথে সময় দিয়ে আর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত সবাইকে সচেতন করার চেষ্টা করে লকডাউনের দিন গুলি কাটিয়ে দিচ্ছেন কথার যাদুকর আরজে অপু।
এদিকে, করোনা পরিস্থিতে বাংলাদেশের বর্তমান অবস্থাও খুব একটা ভালো না। প্রতিদিনি বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা এবং মৃতের সংখ্যা। এরই মধ্যে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৬১, আর মারা গেছেন ৬ জন।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108