প্রতিবেদকঃ শামীমা আফরোজ
সহযোগিতা ও সমাজকর্ম বিভাগ
খুলনা খালিশপুর নিবাসী লাবনীর জন্য সাহায্যের প্রয়োজন। তার বাবা একজন সিএনজি চালক। আগে লাবনীর বাবা রিকশা চালাতেন। কিন্তু ষষ্ঠ শ্রেণীর ছাত্রী লাবনী ভুগছেন ক্যান্সারের সমস্যায়। ক্যান্সারের চিকিৎসা করাতে ঢাকা শহরে বাবা-মা মেয়েকে নিয়ে এসেছেন। আর সেই চিকিৎসা সেবার অতিরিক্ত অর্থ যোগান দিতে লাবনীর বাবা এখন সিএনজি চালাচ্ছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার ইউনিটে লাবনীকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। পাশে আছে একমাত্র তার মা। লাবনীর একটি ছোট ভাই আছে। ছোট ভাইটিকে পড়াশোনা করানো বাবার জন্য বাড়তি পরিশ্রম করতে হয়। কিন্তু করোনার থাবা সে পথও বন্ধ করে দেয়।
আয়ের সকল রাস্তায বন্ধ থাকায় পর্যাপ্ত খরচ করে লাবনীকে চিকিৎসা প্রদান করতে পারছেন না বাবা। তাই সকলের কাছে আবেদন ছোট্ট এই মেয়েটিকে বাঁচানোর জন্য যার যার সাধ্যমতো মতো এগিয়ে আসার। এই মুহূর্তে লাবনী ক্যান্সার ইউনিটের পুরাতন ভবনের দ্বিতীয় তলার ১০৯-১০ নাম্বার কেবিনে চিকিৎসাধীন।
লাবনীর চিকিৎসা সাহায্য জন্য আমাদের (এফএম নিউজ)বার্তা বিভাগেও যোগাযোগ করতে পারেন। আমরা সার্বিক সহযোগীতা করতে প্রস্তুত।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108