শ্রীমঙ্গল ও কমলগঞ্জের এমপি’র করোনা প্রতিরোধে প্রচারণা ও খাদ্যদ্রব্য বিতরণ

0
547

প্রতিবেদকঃ এইচ এম রফিকুল ইসলাম (ভিপি কামাল)

শ্রীমঙ্গল থানা প্রতিনিধি

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার মানুষের মধ্যে জনসচেতনতা সৃষ্টির জন্য হ্যান্ড মাইক হাতে নিয়ে মাঠে নেমেছেন উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

শুক্রবার তিনি তার নির্বাচনী এলাকা শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই প্রচারণা চালান। এ সময় তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে সিএনজি অটোরিকশা চালক ও রিকশা চালক, ঘরবন্দি খেটে খাওয়া শ্রমজীবী দুস্থ মানুষের হাতে নগদ অর্থ ও ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেন।

উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাসের যে প্রকোপ দেখা দিয়েছে আমরাও এর থেকে বাইরে নয়। তাই এই ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে হলে আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে সামাজিক নিরাপত্তা, আমরা যদি সামাজিক দূরত্ব সঠিক ভাবে মেনে চলি তা হলেই আল্লাহ আমাদের এই করোনাভাইরাস থেকে মুক্ত রাখবেন, এই বিশ্বাস আমাদের আছে। 

এফএম নিউজ…

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108