প্রতিবেদকঃ আছিফ রহমান শাহীন
স্বাস্থ্য ও চিকিৎসা বিভাগ
চট্টগ্রামে প্রথম আলোচিত করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তির ছেলে এবার আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির।
তিনি বলেন, নগরের দামপাড়ার করোনাভাইরাস শনাক্ত হওয়ার ওই ব্যক্তির পরিবারের চার সদস্যের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ওই ব্যক্তির ছেলের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। বাকি তিনজনের নেগেটিভ রিপোর্ট এসেছে।
প্রসঙ্গত গত শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে ওই ব্যক্তির শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। আক্রান্ত ব্যক্তি চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে।
ইতিমধ্যে তাঁর বাড়িসহ নগরীর বেশ কয়েকটি ভবন। চট্টগ্রাম সিটির বাহিরে পটিয়া, চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলায় বেশ কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108