পাল্লা দিয়ে বাড়ছে করোনার রোগীঃ নতুন আক্রান্ত ১৮ ও মৃতের সংখ্যা এখন ৯

0
407

প্রতিবেদকঃ শামীমা আফরোজ

স্বাস্থ্য চিকিৎসা বিভাগ

করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রচন্ড পরিমানে বাড়ছে। বাংলাদেশে করোনাভাইরাসে নতুন আক্রান্ত হয়েছে আরো ১৮ জন। এই নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৮ তে। এটি একটি কমিউনিটি সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। ৩৬৭ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জন রোগী শনাক্ত হলো। আক্রান্ত আঠারো জনের মধ্যে বারো জনই ঢাকার বাসিন্দা।

এর আগে একদিনে সবচেয়ে বেশি ৯ জন আক্রান্ত হয়েছিলেন। গত কয়েকদিন কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে। এছাড়াও নারায়নগঞ্জে ৫৫ বছর বয়সী একজন পুরুষ মারা গেছেন করোনায় আক্রান্ত হয়ে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ জন। তবে ২৪ ঘন্টায় আরো তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। এই নিয়ে সুস্থ হয়ে যাওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৩ জন।

বাংলাদেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিভাগের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, বর্তমানে বাংলাদেশে ৪৬ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ রয়েছে। এই ৪৬ জনের মধ্যে ৩২ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং বাকি ১৪ জন বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে রাজধানীতে বাড়ছে আক্রান্তের সংখ্যা। আইইডিসিআরের এ পরিচালক জানান, বর্তমানে দেশের ১৪টি কেন্দ্রে করোনাভাইরাসের পরীক্ষা করা হচ্ছে। গত ২৪ ঘন্টায় মোট ৩৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। মীরজাদী সেব্রিনা ফ্লোরা সতর্ক করে দিয়ে বলছেন, জনসমাগম এড়িয়ে না চললে এই কমিউনিটি সংক্রমণ বৃহত্তর এলাকাজুড়ে ছড়িয়ে পড়তে পারে।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108