প্রতিবেদকঃ বিপা চৌধুরি
প্রকৃতি ও পরিবেশ বিভাগ
চাঁদ দেখেনি এমন কোনো মানুষ নেই। হয়তো সুপারমুনও দেখেছেন অনেকে। কিন্তু কেউ কখনো পিঙ্ক সুপারমুন দেখেছে বলে শুনা যায় নি। তাতে কি! এবার মানুষ দেখবে সেই বিস্ময়কর পিঙ্ক সুপারমুন। এই এপ্রিলেই সেই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে। স্রেফ অপেক্ষা করতে হবে শুধু পূর্ণিমার জন্য। সেদিনই চোখ জুড়াবে এই চাঁদের রুপে।
লকডাউনের মধ্যে সুপারমুন! অথচ করোনার আতংকে এখন আতংকিত সবাই। সারা দেশে চলছে লকডাউন। সবার শুধু একটাই চিন্তা কবে যাবে এই করোনা? বাড়ি থেকে বের হতে না পারলেও বাড়ির ছাদে গিয়ে এই চাঁদ দেখতে অন্তত কোনো বাধা নেই। ৮ এপ্রিল এই চাঁদের রুপমে সেজে উঠবে আকাশ।
অনেকের মনে প্রশ্ন জাগতে পারে কি এই সুপারমুন। সুপারমুন তখনই হয়, যখন চাঁদ পৃথিবীর নিকটতম থাকে। পৃথিবী থেকে নিকটতম দূরত্বের কারনে চাঁদকে অনেক বড় এবং উজ্জ্বল দেখায়। এই মাসের সুপার পিঙ্ক মুনটি পৃথিবী থেকে ৩,৫৬,৯০৭ কিলোমিটার দূরে অবস্থান করছে। পৃথিবী এবং চাঁদের মধ্যবর্তী গড় দূরত্ব ৩,৮৪,৪০০কিলোমিটার। এ বছরের সব থেকে বড় চাঁদ প্রতি পূর্ণিমার সুপারমুনে নাও দেখা যেতে পারে।
কারণ চাঁদ পৃথিবীর চারপাশে একটি উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে। আমাদের গ্রহ থেকে আরও দূরে থাকলেও একটি পূর্ণিমা পূর্ণ আকারে উপরিস্থিত হতে পারে। ৮ এপ্রিলের সুপারমুনটি হতে যাচ্ছে এ বছরের সবচেয়ে বড় এবং উজ্জ্বলতম সুপারমুন।
গোলাপী চাঁদ কেনো বলা হচ্ছে? ‘গোলাপী চাঁদ’ নামটি গোলাপী ফুলের নামের উপর ভিত্তি করে দেওয়া। আমেরিকার পূর্বাঞ্চলে বসন্তে এই গোলাপী ফুল ফুটে। এটি মোটেও চাঁদের রঙ নয়। পুরো গোলাকার এই চাঁদটিকে স্প্রাউটিং গ্রাস মুন, এগ মুন এবং ফিশ মুন নামেও ডাকা হয়। এই নাম নির্ভর করে আমেরিকান অঞ্চল এবং ঋতুর উপর।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108