প্রতিবেদকঃ শামীমা আফরোজ
আইন ও আদালত বিভাগ
কোভিড-১৯ এর কারণে ঢাকায় প্রবেশ ও বাহির হতে নিষেধাজ্ঞা জারির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশের সকল ইউনিটকে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড . মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
আজ রোববার দুপুরে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের এই কর্মকর্তা বলেন, বাংলাদেশ পুলিশ সরকারি নির্দেশনা অনুযায়ী, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং জনগণের ঘরে অবস্থানের বিষয়টি নিশ্চিত করার জন্য কাজ করছে। তাই জনগণের জীবনযাত্রা স্বাভাবিক রাখার জন্য যে কোনো জরুরি প্রয়োজন ব্যতীত এককভাবে বা দলবদ্ধভাবে বাইরে ঘোরাফেরা নিষিদ্ধ করা হয়েছে।
উল্লেখ্য যে, সঠিক নিয়ম পালন না করার কারণে কোভিড-১৯ এর ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। যা রাজধানী শহর ঢাকার শেষ তথ্যচিত্র দেখতে পেয়েছি। এ পর্যন্ত মোট ৫২ জন আক্রান্ত হয়েছে রাজধানীতে। এআইজি বলেন, পরবর্তী সরকারি নির্দেশনা না দেওয়া পর্যন্ত জরুরি সার্ভিস ব্যতীত সাধারণ জনগণকে ঢাকায় প্রবেশ অথবা ঢাকা ত্যাগের মতো কাজ দেখতে চান না তারা। এ ছাড়া বাংলাদেশ পুলিশ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশ এবং স্বাস্থ্যবিধি মেনে চলার কাজে সহযোগিতা করার জন্য দেশের সব সম্মানিত নাগরিক এবং সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।
দেশজুড়ে লকডাউনের সিদ্ধান্তের মধ্যে কারখানা খোলার সিদ্ধান্তের জন্য মালিকদের এবং হাজার হাজার মানুষকে দলে দলে এতটা পথ পাড়ি দিতে দেয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন সমালোচনার মুখে পড়ে। পরবর্তীতে নতুন রোগীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় রাজধানীতে কারো আগমন ও বর্হিগমণ সম্পূর্ণ বন্ধের আদেশ জানান। পরে রাতে ১১ এপ্রিল সরকারঘোষিত সাধারণ ছুটি পর্যন্ত গার্মেন্টস কারখানাগুলো বন্ধ রাখতে পোশাক খাতের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ মালিকদের প্রতি আহ্বান জানায়। এছাড়াও ১৪ এপ্রিলেও সকল ধরনের আয়োজনও বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয়জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরো ১৮ করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট ৮৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108