করোনায় মৃত ব্যক্তির দাফনে ভয় নেইঃ মৃত দেহের জীবানুও ৩ ঘণ্টা পর মারা যায়

0
405

প্রতিবেদকঃ বিপা চৌধুরি

দূর্ঘটনা শোকসংবাদ বিভাগ

“করোনা” বর্তমানে একটি ভয়ানক রোগের নাম। সারা বিশ্বে এখন এই রোগটি মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। এই রোগে আক্রান্ত ব্যক্তির কাছে যাওয়া তো দূরের কথা এই রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির দাফন কাজও সহজে কেউ করতে চায় না। কিন্তু করোনায় মারা যাওয়া রোগীর দেহ থেকে ৩ ঘণ্টা পর এই জীবানু মারা যায়। সম্প্রতি এ তথ্য জানাগেছে আইইডিসিআরের মাধ্যমে। সুতরাং এখন থেকে জটিলতা কেটে গেল করোনায় আক্রান্ত মৃতদেহের দাফন নিয়ে।

আইইডিসিআরের, তথ্য মতে করোনা থেকে বাঁচতে বর্তমানে লকডাউন এবং সবসময় পরিস্কার-পরিচ্ছন্ন থাকা এবং করোনা আক্রান্ত কোনো এলাকা বা ব্যক্তির আশে পাশে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু করোনায় আক্রান্ত হয়ে কোনো ব্যক্তি মারা গেলে তার দেহ থেকে ৩ ঘণ্টা পর এই জীবানু মারা যায়, তবুও করোনা রোগে মারা যাওয়া ব্যক্তির দাফন নিয়ে আছে জটিলতা। করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা গেলে তাকে এখনো সহজে দাফন করতে চায় না কেউ।

আইইডিসিআরের তথ্য অনুযায়ী, করোনা রোগে কেউ মারা গেলে ৩ ঘণ্টা পর লাশের কাছে গেলে আক্রান্ত হবার কোনো সম্ভবনা নেই। একদিকে, আতংক ভয়ানকভাবে গ্রাস করেছে মানুষকে। অন্যদিকে এই নিয়ে শুরু হয়েছে নানারকম গুজবও। যা মানুষকে দিন দিন আরো ভীতু করে তুলছে। কথায় আছে, বনের বাঘে খাওয়ার আগেই মনের বাঘে খায়। বর্তমান করোনা পরিস্থিতে অধিকাংশ মানুষের এখন সেই অবস্থা। আতংক তাদের আগেই শেষ করে দিচ্ছে।

যেখানে, আতংকিত না হয়ে সতর্কতা দরকার যেহেতু করোনা রোগী মারা জাবার ৩ ঘণ্টা পর এই জীবানু মারা যায় সেহেতু দাফন কাজে ভয় বা আতংকিত হওয়ার কিছু নেই। তবে, যথা সম্ভব করোনা আক্রান্ত লাশের দাফন কাজ সরকারি তথ্য ও সহযোগীতা নিয়ে সম্পুর্ণ করা উচিত হবে। লক্ষ্য রাখতে হবে সব রকম নিরাপত্তা নিয়েই লাশের কাছে যাওয়া এবং খুব বেশি জনসমাগম হতে না দেওয়ার বিষয়টি।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108