প্রতিবেদকঃ বিপা চৌধুরি
স্বাস্থ্য ও চিকিৎসা বিভাগ
বর্তমানে মহামারি আকার ধারন করেছে “করোনা ভাইরাস” নামক রোগটি। সারা বিশ্বে এর ভয়াবহতা ছড়িয়ে পড়েছে। বিপদ মুক্ত নয় বাংলাদেশও। মৃত্যু হারের দিক থেকে বাংলাদেশ অবস্থান করছে দ্বিতীয়তে। ১ ১,৩৩,৭৫৮ জন সারা বিশ্বে আক্রান্ত এবং ৬২,৭৮৪ জন মৃত্যু বরণ করেছেন বলে জানা গেছে (গতকাল পর্যন্ত)।
করোনা আক্রান্তে সারা বিশ্বে কোন দেশে কতজন আক্রান্ত ও মৃত হলো সেই তালিকা দেয়া হলো-
১) ইতালি- আক্রান্ত- ১,১৯,৮২৭ মৃত্যু -১৪,৬৮১ মৃত্যুর হার- ১২.২৫%
২) বাংলাদেশ- আক্রান্ত- ৭০ মৃত্যু- ৮ মৃত্যুর হার- ১২.২৫%
৩) যুক্তরাজ্য- আক্রান্ত – ৪২,৪৩৩ মৃত্যু- ৪,৩২০ মৃত্যুর হার- ১০.১৮%
৪) নেদারল্যান্ড- আক্রান্ত-১৬,৭২৫ মৃত্যু- ১,৬৫৬ মৃত্যুর হার- ৯.৯০%
৫) স্পেন- ১,২৪,৭৩৬ মৃত্যু- ১১,৭৪৪ মৃত্যুর হার- ৯.৪২%
৬) ইন্দোনেশিয়া- আক্রান্ত- ২,০৯২ মৃত্যু- ১৯১ মৃত্যুর হার- ৯.১৩%
৭) ফ্রান্স- আক্রান্ত- ৮৩,০৩১ মৃত্যু- ৬,৫২১ মৃত্যুর হার- ৭.৮৫%
৮) বেলজিয়াম- আক্রান্ত- ১৮,৪৩১ মৃত্যু- ১,২৮৩ মৃত্যুর হার- ৬.৯৬%
৯) ইরান- আক্রান্ত- ৫৫,৭৪৩ মৃত্যু- ৩,৪৫২ মৃত্যুর হার- ৬.১৯%
১০) সুইডেন- ৬,৪৪৩ মৃত্যু- ৩৭৩ মৃত্যুর হার- ৫.৭৯%
১১) ফিলিপাইন- আক্রান্ত- ৩,০৯৪ মৃত্যু- ১৪৪ মৃত্যুর হার- ৪.৬৫%
১২) চীন- আক্রান্ত- ৮২,৫৪৩ মৃত্যু- ৩,৩৩০ মৃত্যুর হার- ৪.০৩%
১৩) ব্রাজিল- আক্রান্ত- ৯,২১৬ মৃত্যু- ৩৬৫ মৃত্যুর হার- ৩.৯৬%
১৪) সুইজারল্যান্ড- আক্রান্ত- ২০,২৭৮ মৃত্যু- ৬২০ মৃত্যুর হার- ৩.০৬%
১৫) ইন্ডিয়া- আক্রান্ত- ৩,০৮২ মৃত্যু- ৮৬ মৃত্যুর হার- ২.৭৯%
১৬) যুক্তরাষ্ট্র- আক্রান্ত- ২,৭৮,৫৬৮ মৃত্যু- ৭,১৬৩ মৃত্যুহার- ২.৫৭%
চ্যানেল ৭১ এর পাওয়া খবর অনুযায়ী বাংলাদেশে আজ নতুন করে শনাক্ত ৩৫ জন, এ পর্যন্ত আক্রান্ত ১২৩ জন। ১২৩ জন শনাক্তের মধ্যে ঢাকায় ৬৪ জন, চট্টগ্রামে ২ জন। ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ৩ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাড়ালো ১২ জনে। নতুন যারা মারা গেছেন তাদের মধ্যে একজন দুদক কর্মকর্তা, অন্য দুই জন নারায়ণগঞ্জের বাসিন্দা।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108