বাংলাদেশে মোট আক্রান্ত ১২৩; মৃত ১২ঃ বিশ্বে আক্রান্ত ১ ১,৩৩,৭৫৮ ও মৃত ৬২,৭৮৪

0
398

প্রতিবেদকঃ বিপা চৌধুরি

স্বাস্থ্য চিকিৎসা বিভাগ

বর্তমানে মহামারি আকার ধারন করেছে “করোনা ভাইরাস” নামক রোগটি। সারা বিশ্বে এর ভয়াবহতা ছড়িয়ে পড়েছে। বিপদ মুক্ত নয় বাংলাদেশও। মৃত্যু হারের দিক থেকে বাংলাদেশ অবস্থান করছে দ্বিতীয়তে। ১ ১,৩৩,৭৫৮ জন সারা বিশ্বে আক্রান্ত এবং ৬২,৭৮৪ জন মৃত্যু বরণ করেছেন বলে জানা গেছে (গতকাল পর্যন্ত)।

করোনা আক্রান্তে সারা বিশ্বে কোন দেশে কতজন আক্রান্ত ও মৃত হলো সেই তালিকা দেয়া হলো-

১) ইতালি- আক্রান্ত- ১,১৯,৮২৭ মৃত্যু -১৪,৬৮১ মৃত্যুর হার- ১২.২৫%

২) বাংলাদেশ- আক্রান্ত- ৭০ মৃত্যু- ৮ মৃত্যুর হার- ১২.২৫%

৩) যুক্তরাজ্য- আক্রান্ত – ৪২,৪৩৩ মৃত্যু- ৪,৩২০ মৃত্যুর হার- ১০.১৮%

৪) নেদারল্যান্ড- আক্রান্ত-১৬,৭২৫ মৃত্যু- ১,৬৫৬ মৃত্যুর হার- ৯.৯০%

৫) স্পেন- ১,২৪,৭৩৬ মৃত্যু- ১১,৭৪৪ মৃত্যুর হার- ৯.৪২%

৬) ইন্দোনেশিয়া- আক্রান্ত- ২,০৯২ মৃত্যু- ১৯১ মৃত্যুর হার- ৯.১৩%

৭) ফ্রান্স- আক্রান্ত- ৮৩,০৩১ মৃত্যু- ৬,৫২১ মৃত্যুর হার- ৭.৮৫%

৮) বেলজিয়াম- আক্রান্ত- ১৮,৪৩১ মৃত্যু- ১,২৮৩ মৃত্যুর হার- ৬.৯৬%

৯) ইরান- আক্রান্ত- ৫৫,৭৪৩ মৃত্যু- ৩,৪৫২ মৃত্যুর হার- ৬.১৯%

১০) সুইডেন- ৬,৪৪৩ মৃত্যু- ৩৭৩ মৃত্যুর হার- ৫.৭৯%

১১) ফিলিপাইন- আক্রান্ত- ৩,০৯৪ মৃত্যু- ১৪৪ মৃত্যুর হার- ৪.৬৫%

১২) চীন- আক্রান্ত- ৮২,৫৪৩ মৃত্যু- ৩,৩৩০ মৃত্যুর হার- ৪.০৩%

১৩) ব্রাজিল- আক্রান্ত- ৯,২১৬ মৃত্যু- ৩৬৫ মৃত্যুর হার- ৩.৯৬%

১৪) সুইজারল্যান্ড- আক্রান্ত- ২০,২৭৮ মৃত্যু- ৬২০ মৃত্যুর হার- ৩.০৬%

১৫) ইন্ডিয়া- আক্রান্ত- ৩,০৮২ মৃত্যু- ৮৬ মৃত্যুর হার- ২.৭৯%

১৬) যুক্তরাষ্ট্র- আক্রান্ত- ২,৭৮,৫৬৮ মৃত্যু- ৭,১৬৩ মৃত্যুহার- ২.৫৭%

চ্যানেল ৭১ এর পাওয়া খবর অনুযায়ী বাংলাদেশে আজ নতুন করে শনাক্ত ৩৫ জন, এ পর্যন্ত আক্রান্ত ১২৩ জন। ১২৩ জন শনাক্তের মধ্যে ঢাকায় ৬৪ জন, চট্টগ্রামে ২ জন। ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ৩ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাড়ালো ১২ জনে। নতুন যারা মারা গেছেন তাদের মধ্যে একজন দুদক কর্মকর্তা, অন্য দুই জন নারায়ণগঞ্জের বাসিন্দা।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108