প্রতিবেদকঃ সানজিতা আক্তার সাথী
স্বাস্থ্য ও চিকিৎসা বিভাগ
রাজধানীর সবুজবাগ থানার দক্ষিণগাও এলাকায় একই পরিবারের ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া তাদের প্রতিবেশী অর্থাৎ আরও একজন ব্যক্তিও করোনা আক্রান্ত হয়েছেন। ধারণা করা হচ্ছে, তাদের সংস্পর্শে থাকায় হয়তোবা সে ব্যক্তিটিও করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্ত সবাইকে কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে, একই পরিবারের ৬ জনসহ মোট ৭ জন করোনা আক্রান্ত হওয়ায় এলাকাটিতে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, সবুজবাগ থানাধীন বাসাবো, কালী মন্দির এলাকা, নন্দীপাড়াসহ কয়েকটি মহল্লায় করোনা রোগী শনাক্ত হওয়ায় পুরো মহল্লা লকডাউন করা হয়েছে এবং করোনা আক্রান্ত চিহ্নিত বাড়িটিতে কাউকে ভেতরে প্রবেশ বা বের হতে দেওয়া হচ্ছে না। এছাড়া ওই এলাকায় জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণের কাজে দায়িত্বে রয়েছে পুলিশ। ঘটনাটি সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম নিশ্চিত করেছেন।
এদিকে বাংলাদেশ কোভিড-১৯ অথবা করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ পর্যন্ত আজ (রবিবার) ২৪ ঘন্টায় নতুন করে আরো ১৮জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ৮৮জন করোনা আক্রান্ত রোগী সনাক্তকরণ হয়েছে যার মধ্যে ঢাকায় সবচেয়ে বেশি অর্থাৎ ৫২ জন করোনা আক্রান্ত রোগী সনাক্তকরণ হয়েছে।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108