বেলজিয়ামে পোষা বিড়ালের দেহে পাওয়া গেল করোনাভাইরাস

0
441

প্রতিবেদকঃ সানজিতা আক্তার সাথী

আর্ন্তজাতিক বিভাগ

বেলজিয়ামে এবার পোষ্য বিড়ালে পাওয়া গেল করোনা ভাইরাসের উপস্থিতি। পরীক্ষার রিপোর্টও পজিটিভ এসেছে। তবে সত্যিই বিড়ালটি কোভিড-১৯ এ আক্রান্ত কিনা গবেষকরা এ বিষয়ে নিশ্চিত হতে পারেননি।

বিড়ালের সংক্রমনের এই ঘটনাটি ঘটেছে বেলজিয়ামের লিয়েজ প্রদেশে। ডায়রিয়া ও শ্বাসকষ্টসহ করোনাভাইরাসের এসব লক্ষণ দেখা যায় বিড়ালটির মধ্যে। এমনকি বিড়ালটির মুখ থেকেও চিকিৎসকরা করোনার জীবাণু পান। পশু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরাও বিড়ালটিকে করোনাভাইরাস আক্রান্ত বলে চিহ্নিত করে।

পরবর্তীতে জানা যায়, ওই বিড়ালের মালিকও কিছুদিন যাবত করোনা ভাইরাসে আক্রান্ত। মালিকের থেকে ভাইরাসটি ছড়িয়েছে বা ছড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। আক্রান্ত বিড়ালটিকে আইসোলেশনে রেখে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। এটাই বিশ্বের প্রথম কোন বিড়ালের মধ্যে ভাইরাস সংক্রমণের ঘটনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও দৃঢ়তার সাথে জানায়, এখন পর্যন্ত কুকুর, বিড়াল বা অন্য কোন পশু থেকে সংক্রমণ ছড়ানোর কোন প্রমাণ নেই।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108