প্রতিবেদকঃ সানজিতা আক্তার সাথী
আর্ন্তজাতিক বিভাগ
বেকার ভাতার আর্জি ১ কোটি মার্কিন বাসিন্দার তবে কি ট্রাম্পের আশঙ্কাই সত্যি হতে চলেছে? প্রায় ১ লক্ষ মৃতদেহ বহন করার জন্য ব্যাগ জোগাড় করছে মার্কিন প্রশাসন। এর পাশাপাশি কাজ হারানোর আশঙ্কায় প্রায় ১ কোটি মানুষ বেকার ভাতার জন্য আবেদন করলেন।’তছনছ হতে চলেছে মার্কিন অর্থনীতি’ আশঙ্কা মার্কিন অর্থনীতিবিদদের।
বহুদিন আগে চন্দ্রিল ভট্টাচার্য বলেছিলেন, একদিন আমেরিকার ধ্বংস হবে, বিলেত যাবে ঝুলে, শুধু জয় বাঙালি থাকবে টিকে, ভাতে আর ইসবগুলে। সেই ধ্বংসের পথেই আজ আমেরিকা। আঁচ লেগেছে খোদ মার্কিন প্রেসিডেন্টের গায়ে। তিনি বলেছেন, জনগণ সচেতন না হলে ২০ লক্ষ মানুষও মারা যেতে পারে। করোনা বিপর্যয়ে বড় বিপদের আশঙ্কারই প্রমাণ মিলল। মৃতদেহ বহন করার জন্য ১ লক্ষ ব্যাগ জোগাড় করে রাখছে আমেরিকা।
হোয়াইট হাউসের আশঙ্কা, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হতে পারে প্রায় আড়াই লক্ষ মানুষের। এমনকি সংক্রমণ যদি খুব কম মাত্রায় হয় তবুও ১লক্ষ্য ছুতে পারে এই সংখ্যা। এরই মধ্যে আমেরিকাতে করোনা ভাইরাসে আক্রান্ত সংখ্যা আড়াই লক্ষ হতে বাকি নেই। মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে গিয়েছে। এ অবস্থায় পরিস্থিতি বিবেচনা করে প্রায় ১ লাখ মৃতদেহ বহন করার জন্য প্যাক তৈরি করে রাখছে পেন্টাগন।
এরইমধ্যে নিউইয়র্কে বিভিন্ন হাসপাতালে মরদেহ সামলাতে হিমশিম খাচ্ছেন কর্তৃপক্ষ। হাসপাতালের মর্গে এই ব্যাগগুলো পাঠানো হবে। যাতে সুস্থভাবে মরদেহ সংরক্ষণ করা যায়। আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ব্যাগ বিতরণের দায়িত্ব নেবে। আমেরিকার ফেডারেল এমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি সরকারকে আগাম জানিয়েছেন, ৫০টি রাজ্যে করোনাভাইরাস খুব দ্রুত ছড়িয়ে পরতে পারে। এর ফলে মৃতদেহ সামাল দেওয়া খুব কষ্টকর হবে। আমেরিকার ডিফেন্স মিনিস্ট্রি এরই মধ্যে যোগাযোগ করেছেন এই বিশেষ ব্যাগ সংস্কারক সংস্থার সাথে।
আমেরিকাতে যেভাবে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে এতে ইতিমধ্যে হাসপাতালগুলো খুব চাপে রয়েছে। তাই নিউইয়র্ক ও লস এঞ্জেলসে রোগীদের চিকিৎসার জন্য পুরনো তেলের জাহাজ নতুন করে সংস্করণ করে হাসপাতাল বানিয়েছে মার্কিন নৌবাহিনী।৮০ শতাংশ নাগরিক লকডাউনে রয়েছে করোনায় তছনছ আমেরিকার অর্থনীতি। ইতিমধ্যে বেকার ভাতার জন্য আবেদন করেছেন তাই ১ কোটি যুবক। অফিস-ব্যবসা সব বন্ধ। এই অবস্থায় চরম মন্দা নেমে আসার আশঙ্কা মার্কিনদের। এপ্রিলের শুরুতেই প্রায় ৬৬ লক্ষ যুবক বেতন ভাতার জন্য আবেদন করেছেন এবং গত সপ্তাহে প্রায় ৩৩ লক্ষ মানুষের আবেদন করার বিষয়টি জানা গিয়েছে।
এদিকে গাড়ি কোম্পানিগুলো বন্ধ, রেস্তোরাঁ, হোটেল, ব্যায়ামাগার এগুলোও বন্ধ। সিনেমাহলগুলোতেও কর্মী ছাঁটাই করা শুরু হয়েছে। ট্রাম সরকারের আশঙ্কা এবং অর্থনীতি বিশেষজ্ঞরাও শঙ্কা করছে, এপ্রিলের শেষ দিকে আমেরিকায় বেকারের সংখ্যা প্রায় ২ কোটি হতে পারে। এতে বোঝা যাচ্ছে করোনায় আমেরিকা পুরো দুমড়েমুচড়ে যাবে।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108