প্রতিবেদকঃ বিপা চৌধুরি
বিনোদন বিভাগ
চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহামেদ। অনেক দিন ধরেই “অ্যাডভেঞ্চার অব সুন্দরবন” ছবির শুটিং এর কাজে সুন্দরবনে অবস্থান করছিলেন। কিন্তু হঠাৎ করেই সারা দেশে লকডাউনের জন্য ঢাকা ফিরতে পারছিলেন না “অ্যাডভেঞ্চার অব সুন্দরবন” ছবির শুটিং টিম। এডভেঞ্চার অব সুন্দরবন মুভির ইতোমধ্যে ৭০% শুটিং শেষ। কথা ছিল টানা শুটিং করে শুট শেষ হবে। কিন্তুু করোনার ভাইরাসের আতঙ্কে মাথায় চাপ নিয়ে ভালো কাজ হচ্ছিল না বলে শুটিং বন্ধ করে গতকাল ঢাকায় ফিরে এডভেঞ্চার অব সুন্দরবন টিম। শেষ লটের শুটিং জুন অথবা জুলাই মাসের মাঝামাঝি সময়ের শেষ করার চিন্তা ভাবনায় রয়েছে টিমের। তবে ঢাকা ফিরতেও অনেক ঝামেলা পোহাতে হয়েছে শুটিং টিমকে।
ছবিটির প্রোজজকদের একজন, মুশফিকুর রহমান বলেন, আমরা কয়েকদিন ধরেই ফেরার চেষ্টা করছিলাম কিন্তু লঞ্চের মালিক এই বন্ধের ভেতর অনুমতিপত্র ছাড়া লঞ্চ ছাড়তে রাজি হয়নি। আর যেহেতু এখন সাধারণ ছুটি চলছে তাই কোনো অনুমতিপত্রও নিতে পারছিলাম না। পরে সিদ্ধান্ত নেই বাসে করে ফিরবো কিন্তু এতো মানুষ বাসে ফিরতে গেলে ঝু&কি থাকতে পারে বলে ইউনিটের অনেকেই রাজি হয়নি। বিভিন্ন জাইগায় কথা বলে অবশেষে অনুমতি নিয়ে আসতে পেরেছি।
ছবির পরিচালক আবু রায়হান বলেন, শুটিং মুলত ২৭ মার্চ বন্ধ হয়েছে। ফিরতে না পারার কারনে এই কয়েকদিন কিছু ইনর্সাট শট নেওয়া হয়েছে। ২ এপ্রিল থেকে একেবারেই ক্যামেরা বন্ধ। শুটিং প্রায় ৭০ ভাগ শেষ হয়েছে। ইচ্ছে ছিলো টানা কাজ করে ছবির শুটিং শেষ করবো কিন্তু এই করোনা রোগের জন্য তা করা হলো না। তাছাড়া সমিতিগুলি থেকেও সব ধরনের শুটিং বন্ধের নির্দেশ রয়েছে। তিনি আরো বলেন, বাকি কাজ আগামী জুন ও জুলাই মাসে শেষ করতে হবে।
“অ্যাডভেঞ্চার অব সুন্দরবন ছবিটিতে অভিনয় করেছেন সিয়াম, পরিমনি, সহিদুল আলম ছাচ্চু, তানভীর, আজাদ আবুল কালামসহ আরো অনেকে।
উল্লেখ্য, সিয়ামের মিডিয়াতে যাত্রা শুরু হয়েছিলো এয়ারটেল বাংলাদেশ নামে একটি বিজ্ঞাপন দিয়ে। সিয়ামের প্রথম নাটক ভালবাসা ১০১ নাটকটি পরিচালনা করেছিলেন রেদয়ান রনি। এই নাটকে সিয়ামের বিপরিতে অভিনয় করেছিলেন মেহেজাবিন চৌধুরী। এর পর আর পিছু ফিরে তাকাতে হয়নি সিয়ামকে। সিয়াম অভিনীত উল্লেখ যোগ্য নাটকের মধ্যে রয়েছে- তোমার আমার প্রেম, মেঘ এনেছি ভেজা, কে কেনো কিভাবে, ছেলেটি অবন্তিকে ভালবেসেছিলো, বোনোফুল, মনের ভেতর নদী, পাহাড়ে মেঘের ছায়া, আলোর পাখি, প্রেম পত্র, হ্যাপি এন্ডিং, চিরকুটের শব্দ, তবুও ভালবাসি, ফ্রেন্ডশিপ লাভ এন্ড সামথিং মোর, মন শুধু মন ছুয়েছে, নীল আবরণ। এরপর, ২০১৮ সালে পোড়ামন ২ দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু হয় সিয়ামের। তার পর একে একে অভিনয় করেন দহন, ফাগুন হাওয়ায়, মুক্তির অপেক্ষায় আছে বিশ্ব সুন্দরী ছবিটি। শুটিং চলছে শান, ইত্তেফাক, পাপ পুন্ন, রিকশাগার্ল, স্বপ্নবাজি ইত্যাদি।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108