প্রতিবেদকঃ আছিফ রহমান শাহীন
দূর্ঘটনা ও শোকসংবাদ বিভাগ
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে নতুন আক্রান্ত হয়েছে ৫৪ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন মৃত্যু হয়েছে ৩ জনের। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২১৮ জন। আর এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২০ জনের। তবে গত ২৪ ঘণ্টায় কেউ সুস্থ হননি।
বুধবার (৮ এপ্রিল) কোভিড-১৯ নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন সংবাদ সম্মেলনে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এসব তথ্য জানান।
দেশে নতুন আক্রান্ত ৫৪ জন রোগীর মধ্যে পুরুষ ৩৩ জন আর মহিলা ২১ জন। আক্রান্তরা ১১ বছর থেকে ষাটোর্ধ্ব। এছাড়াও আক্রান্ত ৫৪ জনের মধ্যে ৩৯ জনই ঢাকার। বাকিরা ঢাকার বাইরের বিভিন্ন এলাকার।
৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর এটাই প্রথম সর্বোচ্চ রোগী শনাক্ত করা হলো। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ২১৮ জন
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108