প্রতিবেদকঃ আছিফ রহমান শাহীন
জাতীয় বিভাগ
প্রাপ্ত তথ্য মতে, পুলিশের নতুন আইজি হিসেবে শেষ পর্যন্ত বেনজীর আহমেদই দায়িত্ব পেতে যাচ্ছেন। এ সংক্রান্ত সার সংক্ষেপ অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করেছে, প্রধানমন্ত্রী এই সার সংক্ষেপ অনুমোদন করেন। আগামী দুয়েকদিনের মধ্যে এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
বর্তমান আইজিপি জাভে পাটোয়ারির মেয়াদ আগামী ১৩ এপ্রিল শেষ হয়ে যাচ্ছে। বর্তমান আইজিপি জাভেদ পাটোয়ারির কাজে সন্তুষ্ট প্রধানমন্ত্রী। এ কারণে তাকে সচিব পদ মর্যাদায় সৌদি রাষ্ট্রদূত নিয়োগ করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানাচ্ছে, আগামীকাল অথবা পরশুর মধ্যে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। ক্যারিয়ার জীবনে বেনজীর আহমেদ র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সৎ, মেধাবী, দক্ষ পুলিশ অফিসার হিসেবে তিনি সর্ব মহলে প্রশংসিত। তিনি র্যাবের মহাপরিচালক হিসেবে থাকা কালে জঙ্গি দমনের ক্ষেত্রে বিশেষ করে হলি আর্টিজনের পর সারাদেশে জঙ্গি নির্মূলের ক্ষেত্রে এবং সুন্দরবন এলাকায় জলদস্যু নিস্ক্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108