মধ্যবিত্তের একটি ম্যাসেজে খাবার দিয়ে আসবেন চট্টগ্রামের মেয়র নাছির

0
476

প্রতিবেদকঃ আছিফ রহমান শাহীন

সহযোগিতা ও সমাজকর্ম বিভাগ 

সর্বমহলে আলোচনার কেন্দ্রবিন্দু আজ মধ্যবিত্ত। সমাজের সকল মানুষের জন্য যখন সবাই সচেতন এই মধ্যবিত্ত শ্রেণির জন্য যখন কেউ এগিয়ে আসছে না। ঠিক তখনি আবারও আলোচনায় মধ্যবিত্ত শ্রেণী।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলছেন এই মধ্যবিত্ত শ্রেণীর মানুষের পাশে কীভাবে থাকা যায়।

এমনিই এক দূঃসময়ে নিজের ভেরিফাই করা ফেইসবুক ফেইজে চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দীন মধ্যবিত্ত শ্রেণীর মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেন। মেয়র নাছিরের সেই স্টাটাস তুলে ধরা হল।

সম্মানিত নগরবাসী, আসসালামু আলাইকুম।

দেশের এই ক্রান্তিলগ্নে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য উত্তরসূরী মাননীয় প্রধানমন্ত্রী, মানবতার মা, দেশরত্ন শেখ হাসিনা ভয়াবহ করোনার বিস্তার রোধে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। যার মধ্যে অন্যতম কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারেরও পাশে দাঁড়ানো। তাই মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত এই কর্মসূচীর জন্য আমরা মধ্যবিত্ত পরিবারের তালিকা তৈরির সিদ্ধান্ত নিয়েছি, যাতে গোপনে ও সুন্দরভাবে তাদের সহযোগিতা করা যায়। তাই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪১ ওয়ার্ডে যে সকল মধ্যবিত্ত পরিবার আর্থিক টানাপোড়েনের কারণে চাল-ডাল কিনতে কষ্ট হয়ে যাচ্ছে তারা আমার এই পেজে এসএমএস এর মাধ্যমে জানাতে পারেন। আপনার পরিচয় গোপনীয় থাকবে। অবশ্যই মোবাইল নং, পূর্ণ ঠিকানা দিতে হবে, যাতে যাচাই বাছাই করে সঠিক কিনা জানতে পারি। এখানে কোন সংঘ, কিংবা গোষ্ঠীকে তালিকা ভুক্তি করা হবে না। শুধু একটি পরিবার, একটি এসএমএস এর ভিত্তিতে তালিকা প্রস্তুত করা হবে। কোন স্বচ্ছল ব্যক্তি অথবা যে সকল দরিদ্র, কর্মহীন, নিম্ন আয়ের মানুষ বিভিন্নভাবে সহযোগিতা পেয়েছেন তারা দয়া করে এসএমএস করবেন না।

চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দীনের ফেসবুক পেজ লিংকঃ

https://www.facebook.com/gsajmnasiruddin/

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108