মিরপুরে জিনিয়াস হোম স্কুলের উদ্যোগে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ

0
472

প্রতিবেদকঃ বিপা চৌধুরি

সহযোগিতা ও সমাজকর্ম বিভাগ 

দেশে দেশে চলছে করোনার ভয়াবহতা। সারা বিশ্ব এখন এই মহামারি রোগের নির্মমতার শিকার। ভালো নেই বাংলাদেশের অবস্থাও। প্রতিদিনি বাড়ছে মৃতের সংখ্যা। আক্রান্তও হচ্ছে বহু মানুষ। এর শেষ কোথায় আমরা কেউ জানিনা।

কিন্তু দেশের মানুষের এই দুর্দিনে যে যার মতো করে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন অসহায় ও অনাহার মানুষগুলোর প্রতি। সরকার থেকে শুরু করে সাধারন মানুষ কেউ থেমে নেই এই সমাজিক সহযোগীতার কাজে। সবাই চেষ্টা করছে একে অন্যের পাশে দাড়াতে।

গতকাল সকাল ১০ টায় মিরপুর-১০ নম্বরে জিনিয়াস হোম কলেজিয়েট স্কুলের উদ্যোগে কিছু অসহায় মানুষের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দেন মোঃ শেখ সাহাবুদ্দিন এবং তার স্ত্রী ডেইজি কবির। তারা জিনিয়াস হোম কলেজিয়েট স্কুলের উদ্যোগে অসহায় গরিব মানুষের মাঝে চাল, ডাল, সবজি এবং আর্থিক সহযোগীতা প্রদান করেন।

উক্ত বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের ঢাকা মহানগর উত্তরের সাবেক দপ্তর সম্পাদক এম, সাইফুল্লাহ সাইফুল। আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডেইজি কবির, পরিচালক শেখ সাহাবুদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক মোঃ শান্ত, উক্ত বিদ্যালয়ের শিক্ষিকা মন্ডলীসহ এফএম নিউজের রির্পোটার বিপা চৌধুরি।

মো: সাহাবুদ্দিন এফএম নিউজকে বলেন, আমার এ উদ্যোগটি এলাকায় অনাহারে অর্ধহারে থাকা মানুষগুলোর জন্য। আমি মনে করি, এভাবে সবাই যদি প্রত্যেক পাড়া মহল্লায় সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তবে অনেক অসহায় মানুষ উপকৃত হবে। এই মহামারি রোগ আমাদের মনে করিয়ে দিয়েছে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। তাই আসুন আমরা প্রত্যেকে যে যার সাধ্যমতো দেশের এই চরম দুর্দিনে অসহায় গরিব মানুষ গুলির পাশে একটু দাড়ানোর চেষ্টা করি।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108