প্রতিবেদকঃ শামীমা আফরোজ
স্বাস্থ্য ও চিকিৎসা বিভাগ
দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ২১ জনে পৌঁছালো। বৃহস্পতিবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।
সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্র তিষ্ঠান- আইইডিসিআর জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট ১০৯৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১১২ জনের দেহে করোনার উপস্থিতি শনাক্ত করা গেছে। এর মধ্যে পুরুষ ৭০ জন ও মহিলা ৪২ জন। নতুন আক্রান্তদের মধ্যে ৬২ জন ঢাকার ও ৬০ জন ঢাকার বাইরে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩০ জন। এছাড়াও এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৩ জন।
এছাড়াও সমগ্র বিশ্বে আক্রান্ত হয়েছে ১৪৯৮৮৩৩, সুস্হ হয়েছে ৩৩৭০৭৪ জন, মৃত্যুবরণ করেছে ৮৯৭৩৩ জন। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী ইটালির পর বাংলাদেশকে বেশি আশঙ্কায় ধারণা করছে গবেষণা ইনস্টিটিউট।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108