করোনা চিকিৎসায় চট্টগ্রামের ২হাসপাতালে আইসিইউ বেড ও ল্যাব হচ্ছে

0
448

প্রতিবেদকঃ আছিফ রহমান শাহীন

স্বাস্থ্য চিকিৎসা বিভাগ

করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত জেনারেল হাসপাতাল ও বেসরকারি সেবা প্রতিষ্ঠান হলিক্রিসেন্ট হাসপাতালে ভেন্টিলেশন সুবিধা সম্বলিত ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) চালু হতে যাচ্ছে।

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের নির্দেশনায় চসিক স্বাস্থ্য বিভাগ জেনারেল হাসপাতালে ও চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক এসোসিয়েশনের উদ্যোগে হলি ক্রিসেন্ট হাসপাতালে এই সেবা ব্যবস্থা চালু করা হচ্ছে। হলিক্রিসেন্ট হাসপাতালে ২০ টি আইসিইউ বেড ও ৮০ টি সাধারণ শয্যা মিলিয়ে মোট ১’শ বেড এবং চসিক জেনারেল হাসপাতালে ভেন্টিলেশন সুবিধা সম্বলিত আইসিইউ বেড স্থাপনের ব্যাপারে পরিকল্পনা হাতে নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

১১ এপ্রিল সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ প্রাইভেট ক্লিনিক এসোসিয়েশন নেতৃবৃন্দ হাসপাতাল দুটি পরিদর্শন করেছেন। আজ চট্টগ্রাম জেলা প্রশাসন, ওয়াসা, পিডিবি, জেলা সিভিল সার্জনসহ সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে। আগামী ২৫ এপ্রিলের মধ্যে হাসপাতালে করোনা আক্রান্তদের চিকিৎসা কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন মেয়র নাছির।

পরিদর্শনের সময় উপস্থিত গণমাধ্যমের কাছে তিনি বলেন, করোনা ভাইরাস সংক্রমণের এই দুর্যোগ মোকাবেলায় সরকারের সব ধরণের পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারের সাথে সহায়ক শক্তি হিসেবে বেসরকারি চিকিৎসা সেবা প্রতিষ্ঠানও নানামুখী উদ্যোগ বাস্তবায়নের পদক্ষেপ নিচ্ছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত জেনারেল হাসপাতালে ভেন্টিলেশন সুবিধা সম্বলিত আইসিইউ বেড স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এই ধারাবাহিকতায় প্রাইভেট ক্লিনিক এসোসিয়েশনের উদ্যোগে পরিত্যক্ত হলিক্রিসেন্ট হাসপাতালে ভেন্টিলেশন সম্বলিত ২০ আইসিইউ বেড বিশিষ্ট ১’শ শয্যা চালু করা হচ্ছে। পরিদর্শনের সময় বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা ফয়সল ইকবাল চৌধুরী, চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা সেলিম আকতার চৌধুরীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108