প্রতিবেদকঃ এইচ এম রফিকুল ইসলাম (ভিপি কামাল)
শ্রীমঙ্গল থানা প্রতিনিধি
গ্রামে ঢুকার মুখে একটি বেসিন। বেসিনের ওপর রাখা ২টি সাবান। বেসিনের পানির ড্রামের ওপর সাটানো একটি নোটিশ। এতে লিখা মহামারী করোনাভাইরাস প্রতিরোধে হাত ভালভাবে ২০ সেকেন্ড ধৌত করুন।
বেসিনের পাশে দাড়িয়ে কয়েকজন যুবক মানুষকে সচেতনতামূলক বাক্য শোনাচ্ছেন যারাই গ্রামে প্রবেশ করছেন তাদের উদ্দেশ্যে বলছেন প্রানঘাতী ভাইরাস করোনার আতঙ্কে সারা বিশ্ববাসী এখন আতঙ্কিত। তাই গ্রামের সর্বসাধারন ভাইবোনদের জানানো যাচ্ছে যে, আপনারা সকলে যার যার ঘরে অবস্থান করুন। অপ্রয়োজনে বাইরে ঘুরাঘুরি করবেন না।
গ্রামের মুল রাস্তায় জীবানুনাশক স্প্রের ব্যবস্থা করা হয়েছে। সুতরাং গ্রাম থেকে বাহির হওয়ার সময় ও প্রবেশের সময় জীবানুনাশক স্প্রেটি ব্যবহার করুন। যদি কেউ গাড়ি নিয়ে আসা যাওয়া করেন তবে উক্ত স্প্রে দিয়ে আপনার গাড়িটিও স্প্রে করবেন। উক্ত কাজটি নিজে করুন এবং অন্যকেও উৎসাহিত করুন। বর্তমান করোনা পরিস্থিতিতে সচেতনতা সৃষ্টিতে শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের তিতপুর গ্রামের কিছু যুবকদের এই ব্যবস্থা।
লাল সবুজ সামাজিক শান্তি পরিষদের উদ্যোগে গত রোববার (৫ এপ্রিল) সকালে নিজের গ্রাম ও আশপাশের এলাকায় জীবানুনাশক স্প্রে ছড়িয়ে এই কার্য্যক্রম চালু করেন তারা। স্বেচ্ছাসেবকরা জানায়, গ্রামের ভেতর আসা-যাওয়ার সময় সবাই যেন জীবনামুক্ত হতে পারেন সেইজন্যে তারা এই ব্যবস্থা নিয়েছেন। তাছাড়া হুট করে গ্রামের বাহিরের কেউ যেন গ্রামের ভেতর গাড়ি নিয়ে ঢুকে না পড়ে। সেজন্যে গ্রামে প্রবেশের মুখে কয়েকজন যুবক থাকে । সেখানে তারা জীবানুনাশক স্প্রে গাড়ির যাত্রীদের ও গাড়িতে স্প্রে করে জীবনামুক্ত করেই গ্রামে ঢুকবেন।
মোট কথা গ্রামে যেন প্রানঘাতী এই ভাইরাস ঢুকতে না পারে সেটাই যুবকদের চেষ্টা। প্রতিদিনের মতো (আজ) শনিবার (১১ এপ্রিল) সকালেও ৮ থেকে ১০ জন যুবকরা মিলে গ্রামের প্রবেশ মুখে দাড়িয়ে মানুষ ও গাড়িতে স্প্রে করেছেন। এছাড়াও তাদের একটি দল গ্রামের বাড়ি বাড়ি গিয়ে এবং দোকাপাট, স্কুল ও মাদ্রাসাগুলোতে জীবানুনাশক স্প্রে করেছেন এবং সবাইকে ঘরে থাকার জন্য সচেতনা মূলক বিভিন্ন বাক্য ও স্লোগান বলছেন।
যুবকরা হলেন, লাল সবুজ সামাজিক শান্তি পরিষদের সহ-সভাপতি ইমাম উদ্দীন, সদস্য, জয়নাল আবেদীন, দুরুদ মিয়া, জালাল আহমেদ দুলাল, মো. মোস্তাকিম, মুজিবুর রহমান, মো. জয়নাল আহমেদসহ গ্রামের আরও বেশ কয়েকজন যুবক।
লাল সবুজ সামাজিক শান্তি পরিষদের সভাপতি মো. ছালেহ আহমদ জানান, করোনাভাইরাস মোকাবিলায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়ে আমরা মাঠে নেমেছি। করোনা শেষ না হওয়া পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, পরিচ্ছন্নতা ও স্প্রে দেয়ার পাশাপাশি খাবারের অভাবে গ্রামেরকেউ যেন কষ্ট না পায় সেদিকে লক্ষ্য রেখে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খাবারও পৌঁছে দেয়ার জন্য তাদের প্রস্তুতি চলছে।
আগামী দু’এক দিনের মধ্যে এই কার্যক্রম শুরু হবে। আমাদের এ কার্যক্রমে যদি সমাজের কোনো বিত্তবানরা যদি এগিয়ে আসেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে এ কার্যক্রম আরো বড় আকারে পালন করা সম্ভব হবে।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108