প্রতিবেদকঃ এইচ এম রফিকুল ইসলাম (ভিপি কামাল)
শ্রীমঙ্গল থানা প্রতিনিধি
করোনাভাইরাসের সংক্রামন প্রতিরোধে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঘরবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছেন র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক। তিনি রাতের আধারে এ উপজেলার হতদরিদ্র খেটে খাওয়া মানুষষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন।
প্রতিদিন রাতেই তিনি গাড়ীতে করে নিত্যপণ্য নিয়ে ক্যাম্প হতে বের হচ্ছেন। গতকাল বৃহস্পতিবার রাতে তিনি শহরের কলেজ রোড, শাপলাবাগ ও শাহীবাগ এলাকার বিভিন্ন কলোনীতে অসহায় ও ছিন্নমূল মানুষদের হাতে ৬ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবন, এক লিটার তেল ও একটি সাবানের প্যাকেট তুলে দেন।
র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক এএসপি মো. আনোয়ার হোসেন শামীম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছি। দেশের এই দুর্যোগে একটি মানুষও যেন না খেয়ে থাকে- প্রধানমন্ত্রীর এই নির্দেশ পালনে আমরা প্রতিটি এলাকায় খাদ্যসামগ্রী নিয়ে যাচ্ছি। আমাদের এই খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108