দেশে কমেছে করোনার রোগীঃ শনিবারের সর্বশেষ করোনা পরিস্থিতি

0
418

প্রতিবেদকঃ শামীমা আফরোজ

স্বাস্থ্য চিকিৎসা বিভাগ

করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রেস ব্রিফিং চলছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বিবিসিকে দেয়া তথ্য মতে, বাংলাদেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ৫৮ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মারা গেছেন তিন জন।

বিগত কয়েক দিনের চেয়ে করোনাভাইরাস শনাক্ত হওয়া রোগীর সংখ্যা কমেছে। গতকালের তুলনায় মুত্যুর সংখ্যাও কম। তবে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। নতুবা প্রাদূর্ভাব পুনরায় বৃদ্ধি পাবে বলে জানান তিনি। মোট ৯৫৪টি নমুনা পরীক্ষা শেষে ৫৮জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়।

গত ২৪ ঘণ্টায় যে তিন জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে একজন ঢাকার এবং দু’জন ঢাকার বাইরের বাসিন্দা । তাদের বয়স ৩৮, ৫৫ এবং ৭৪ বছর। সব মিলিয়ে বাংলাদেশে করোনাভাইরাসে শনাক্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮২ জনে। আর মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে। নতুন করে সুস্থ হয়েছেন আরও তিন জন। এ নিয়ে সুস্থ হয়ে ফিরে গেছেন মোট ৩৬ জন।

গণমাধ্যমের সর্বশেষ প্রকাশিত তথ্য মতে, সমগ্র বিশ্বে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৭,০৪,৫৬৫ জন, মৃত্যু হয়েছে ১,০৩,২৫৭ জন,এবং সর্বমোট সুস্হ হয়েছেন ৩,৪৩,৬৩৪ জন।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108